X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের বাজারে হঠাৎ পশু সংকট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুলাই ২০২২, ০৩:০৩আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৩:০৬

চট্টগ্রামের বাজারে হঠাৎ পশুর সংকট দেখা দিয়েছে। শুক্রবার (৮ জুলাই) নগরীর চেয়ে জেলার বাজারগুলোতে এ সংকট বেশি দেখা দেয়। সংকটকে পুঁজি করে অতিরিক্ত দাম নিচ্ছেন বিক্রেতারা।

সবকটি পশুর হাট দিনভর ছিল লোকে-লোকারণ্য। সকাল থেকেই বাজারে পশু সংকট দেখা দেয়। তবে দেশের বিভিন্ন স্থান থেকে আরও কয়েক হাজার পশু চট্টগ্রামের বাজারগুলোতে আনা হচ্ছে বলে জানিয়েছেন হাট ইজারাদাররা।

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী পিংক সিটি পশুর হাটে গিয়ে দেখা গেছে, এ হাটে তুলনামূলকভাবে ক্রেতার সংখ্যা বেশি। এ সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা।

এই বাজার পরিচালনার দায়িত্বে আছেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.  রোকন উদ্দিন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার যে গরু ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছিল শুক্রবার সেটি বিক্রি হয় এক লাখ টাকায় কিংবা আরও বেশি। পশুর ক্রেতা অনেক, সে অনুযায়ী বিক্রেতা কম। এ কারণে দাম বেড়েছে।

একই অবস্থা নগরী ও জেলার বিভিন্ন পশুর হাটে। এদিকে ভাল দাম পেয়ে খুশি বেপারিরা। মনসুর নামে এক খামারি চাঁদপুর থেকে বিবিরহাটে বিক্রির জন্য ১৫টি গরু নিয়ে আসেন। তার ১২টি গরুই শুক্রবার পর্যন্ত বিক্রি করতে পেরেছেন। আরও তিনিটি গরু শনিবার বিক্রির আশা করছেন তিনি। ভালো দামে গরু বিক্রি করতে পেরে খুশি তিনি।

এদিকে বিবিরহাট ইজারাদার মো. মহসীন বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্রবার বিবিরহাট বাজারে প্রচুর পশু বিক্রি হয়েছে। এখনও কয়েক হাজার পশু আছে। শনিবার শেষ দিনে আরও অনেক পশু বিক্রি হবে। পশুর সংকট হবে না। দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে ট্রাকে বিবিরহাট বাজারসহ সবকটি বাজারে পশু আনছে বেপারিরা। শুক্রবার রাতে ৫টি ট্রাকে করে পশু আনা হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে।

সাগরিকা পশুর হাটের ইজারাদার মো. আকবর হোসেন জানান, এখনও বাজারে অনেক পশু আছে। সংকট হবে না। এখনও শত শত পশুবাহী ট্রাক চট্টগ্রামের বাজারে আনা হচ্ছে। দামও স্থিতিশীল থাকবে।

/এমএস/
সম্পর্কিত
যাত্রী কল্যাণ সমিতিঈদুল আজহায় ২৭৭ সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৯, আহত ৫৪৪
রাজধানীর ফাঁকা রাস্তায় যাত্রীদের স্বস্তি
চাপ নেই কর্মস্থলে ফেরার, এখনও গ্রামে ফিরছে মানুষ
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা