X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘শ্রীলঙ্কা নয়, সিঙ্গাপুর হবে বাংলাদেশ’

নোয়াখালী প্রতিনিধি
২৮ জুলাই ২০২২, ১৯:০৬আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৯:০৬

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী বলেছেন, ‘নোয়াখালী শহরে নীরব চাঁদাবাজি চলছে। এখানে কেউ বাড়িঘর তুলতে গেলেই চাঁদা দিতে হয়। আমি এই এলাকার সংসদ সদস্য। অনেকে আমার কাছে অনেক কিছু বলেন। আমি এসবে ছাড় দেবো না।’

তিনি বলেন, ‘অনেকে বলেন আমাদের রিজার্ভ কমে যাচ্ছে। সংসদ সদস্য হিসেবে আপনাদের এইটুকু বলতে পারি, দেশের রিজার্ভ কখনও নামবে না। কারণ, ভারত-বাংলাদেশ যে চুক্তি করেছে, তাতে ডলার নয়, রুপির বিপরীতে এলসি (ঋণপত্র) খোলা যাবে। ভারত থেকে পণ্য আমদানির জন্য দেশের সবচেয়ে বেশি এলসি খোলা হয়। এই সুবিধা চালু হলে রিজার্ভের ওপর কোনও চাপ থাকবে না। যারা বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, তাদের বলবো, শ্রীলঙ্কা নয়, সিঙ্গাপুর হবে বাংলাদেশ।’

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বর্ষপূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সংসদ সদস্যের পাশে ছিলেন জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

একরামুল করিম চৌধুরী বলেন, ‘এখানে ডিসি সাহেব, এসপি সাহেব আছেন। আমি সুধারাম মডেল থানার ওসি সাহেবকে বলেছি, নোয়াখালী শহরে নীরব চাঁদাবাজি চলছে। কেউ ঘর উঠাইতে পারেন না, কেউ বাড়িঘর উঠাইতে গেলে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, কোন দলের সেটা জানার দরকার নাই। আপনি ধরেন। কিন্তু চাঁদাবাজি করতে দেওয়া যাবে না।’
 
তিনি বলেন, ‘কে কোন দলের, এটা দেখার বিষয় নয়। চাঁদাবাজি হতে পারবে না। মাইজদীর বাজিকর বাড়িতে নানা অপকর্ম হয়। ওখানে ২০-২৫টা ছেলে আছে, যারা মাদক ব্যবসায় জড়িত। আপনারা কঠোর হোন। মেয়েরা সন্ধ্যার পর চলাচল করতে পারে না। এসব রিপোর্ট আমার কাছে এলে এমপি হিসেবে লজ্জাবোধ করি। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, নো বডি টাচ ইউ। আগে জেলার উন্নয়ন সভায় থাকতাম। কিন্তু দেড় বছর বড় বড় নেতাদের কারণে চুপ ছিলাম।’ 

সোনাপুর-চৌমুহনী চার লেন সড়ক প্রকল্পের কাজে ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে একরামুল করিম চৌধুরী বলেন, ‘মানুষের দুর্ভোগ লাঘবে চার লেন সড়কের কাজ দ্রুত শেষ করা জরুরি। ফোর লেনের কাজ নিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’

আগামী নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী প্রস্তুতি নিতে বলেছেন উল্লেখ করে একরামুল করিম চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন আমাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

এমপির চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘স্যার (একরামুল করিম চৌধুরী) আমাকে চাঁদাবাজির কথা বলেছেন। কিন্তু আমরা চাঁদাবাজির কোনও সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া মাদকের সঙ্গে জড়িতদের প্রতিনিয়ত গ্রেফতার করা হচ্ছে। এ অভিযান অব্যাহত আছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল ও বীর মুক্তিযোদ্ধা তারেকেশ্বর নান্টু প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা