X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বন্য হাতির বিরুদ্ধে থানায় জিডি 

কক্সবাজার প্রতিনিধি
০৮ আগস্ট ২০২২, ০২:০৩আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০২:০৩

কক্সবাজারের চকরিয়ায় কৃষকের সবজি ক্ষেতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষতিসাধনের অভিযোগে বন্য হাতির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হাতির তাণ্ডবে ক্ষেতের দুই লাখ টাকার সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে শনিবার (৬ আগস্ট) ভুক্তভোগী কৃষক নুরুল ইসলাম চকরিয়া থানায় এ জিডি করেন। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।

কৃষক নুরুল ইসলাম উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চা বাগান এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

জিডিতে কৃষক নুরুল ইসলাম উল্লেখ করেন, ডুলাহাজারা ইউনিয়ননের রিংভং মৌজার উত্তর পাড়ার পূর্বপাশে বর্গা নেওয়া ১৪০ শতক জমিতে কয়েক হাজার টাকা খরচ করে বরবটি, শশা, লাউ ও করলাসহ বিভিন্ন সবজি চাষ করেছেন। ইতোমধ্যে কিছু সবজি বিক্রিও করেছেন। গত ৪ ও ৫ আগস্ট বনাঞ্চল থেকে নেমে আসা ১০-১২টি বন্য হাতি সবজি ক্ষেতে তাণ্ডব চালায়। এতে তার বেশিরভাগ সবজি নষ্ট হয়ে গেছে। 

নুরুল ইসলাম বলেন, সবজি ক্ষেতে তাণ্ডব চালিয়ে বন্য হাতির পাল প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন করেছে। ব্র্যাক ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেছি। হাতির পাল সবজি নষ্ট করে ফেলায় ব্যাংকের দেনা পরিশোধ কীভাবে করবো আমি। এজন্য ক্ষতিপূরণ চেয়ে থানায় জিডি করেছি। 

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শওকত আলী বলেন, বন্য হাতির তাণ্ডবে কৃষক নুরুল ইসলামের সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফসল হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

জানতে চাইলে কক্সবাজার উত্তর বন বিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ওই ইউনিয়নের চা বাগানসহ আশপাশের এলাকায় ইদানিং বন্য হাতি ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। দুদিন আগে নুরুল ইসলাম নামে এক কৃষকের সবজি ক্ষেত নষ্ট করেছে হাতির পাল। ওই কৃষক বিষয়টি আমাকে জানিয়েছেন। এ ব্যাপারে ক্ষতিসাধনের তথ্যসহ লিখিত আবেদন পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। 

/জেজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা