X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চাকরির আশায় ভারতে গিয়ে ৮ বছর কারাভোগ

কক্সবাজার প্রতিনিধি
১২ আগস্ট ২০২২, ২২:০২আপডেট : ১২ আগস্ট ২০২২, ২২:০২

চাকরি দেওয়ার কথা বলে ভারতে পাচারের শিকার কক্সবাজারের পাঁচ যুবক আট বছর পর দেশে ফিরেছেন। শুক্রবার (১২ আগস্ট) বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পালস বাংলাদেশ’ তাদের দেশে ফিরিয়ে আনে। দীর্ঘ আট বছর ভারতের কারাগারে বন্দি জীবন শেষে স্বজনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পাঁচ যুবক।

আট বছর আগে দালালদের ফাঁদে পড়ে চাকরির জন্য ভারতে যান রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের উত্তর পাড়ার আলী আহমদের ছেলে শফিউল আলম, সুলতান আহমদের ছেলে আবদুল হামিদ, দক্ষিণ পাড়ার আবু তাহেরের ছেলে সোহেল রানা, পূর্ব তিতারপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে নুরুল আজিম ও টেকপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে মুহাম্মদ ইসমাইল। কিন্তু অবৈধ অনুপ্রবেশ ও আইনি জটিলতায় ভারতের কারাগারে বছরের পর বছর বন্দি ছিলেন তারা। এ কারণে বাংলাদেশে স্বজনদের সঙ্গে যোগাযোগ বন্ধ ছিল। ফলে সন্তানদের হারিয়ে নির্বাক ছিলেন স্বজনরা। 

খবর পেয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা পালস বাংলাদেশের সহায়তায় অবশেষে পাঁচ যুবক কারামুক্ত হন। ফিরেছেন দেশের মাটিতে। তবে তাদের সঙ্গে যাওয়া মনজুর আলম নামের আরেকজন ভারতের কারাগারে অসুস্থ হয়ে তিন বছর আগে মারা যান। পাঁচ যুবককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে তাদের ফুল দিয়ে বরণ করে নেন মা-বাবা, ভাইবোন ও স্বজনরা। তারা বলছেন, আট বছর পর সন্তানদের কাছে পেয়ে আনন্দিত তারা। 

ভারত থেকে দেশে ফেরা নুরুল আজিম বলেন, ‘দালালদের খপ্পরে পড়ে চাকরির আশায় ভারত পাড়ি জমাই। ভারতে যাওয়ার পর দালালচক্র আমাদের ছেড়ে চলে যায়। একপর্যায়ে পুলিশের হাতে আটক হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাগারে পাঠানো হয়। এভাবে আমরা পাঁচ জন আট বছর ভারতের কারাগারে ছিলাম। এখন দেশে ফিরে খুব আনন্দ লাগছে।’

‘পালস বাংলাদেশ’র প্রধান নির্বাহী সাইফুল ইসলাম কলিম বলেন, ‘বছরখানেক আগে খবর আসে রামুর ছয় যুবক ভারতের কারাগারে বন্দি আছেন। পরে নিশ্চিত হওয়া যায় আট বছর ধরে কাশ্মির ও হরিয়ানা কারাগারে বন্দি আছে পাঁচ যুবক। তাদের মুক্ত করতে পরিবারের সদস্যরা সাধ্যমতো চেষ্টা করেছেন। আমাদের একটি টিম ভারতে পাঠানো হয়েছিল। নানা জটিলতায় কারামুক্ত করতে পারেনি তাদের। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সহায়তায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে পাঁচ জনকে কারামুক্ত করেছি।’

এদিকে, ওই যুবকদের পরিবারের কাছে হস্তান্তর করতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে কক্সবাজার বিজিবি ক্যাম্প সংলগ্ন পালসের হেড অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক তরিকুল ইসলাম। 

এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) নাসিম আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম, ক্যাম্প ২৩-এর ইনচার্জ, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, পালসের আবদুল হামিদ, আবুল বাশের ও মাহবুবুল আলম।

/এএম/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!