X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

স্কুলে যাওয়ার পথে ছাত্রীর ঘাড়ে বখাটের আঘাত

নোয়াখালী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৩

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীর ওপর হামলা চালিয়েছে বখাটেরা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের কমিশনার রতন কৃষ্ণ পাল বলেন, আজ সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে পায়ে হেঁটে রওনা দেয় ওই শিক্ষার্থী। হরিনারায়ণপুর এলাকায় পৌঁছালে পিছন থেকে রিকশাযোগে এসে কে বা কারা হঠাৎ তার ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। পরে সে দ্রুত বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি জানায়। পরে তার পরিবার তাকেসহ স্কুলে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানান। পরে ওই শিক্ষার্থীকে সুধারাম মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।

সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা থেকে অজ্ঞাত কেউ ওই স্কুল ছাত্রীর ঘাড়ে আঁচড় দিয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নোয়াখালীর মাইজদীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর গলা ও হাতের রগ কেটে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ঘরের জিনিসপত্র তছনছ করে মূল্যবান স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ছাত্রীর গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

গত রবিবার (২৫ সেপ্টেম্বর) নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে গলা কেটে হত্যার চেষ্টা চালায় বখাটেরা। ওই ছাত্রীকে পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

/এফআর/
সম্পর্কিত
সাক্ষীতেই আটকে আছে বর্ষবরণে যৌন হয়রানি মামলার বিচার
নারী উদ্যোক্তার মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে  
যৌন নিপীড়নের অভিযোগে জবি শিক্ষককে বহিষ্কার
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন