X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লায় সড়কে ঝরলো ৩ প্রাণ

কুমিল্লা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২২, ০০:১৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০০:১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও কলেজ ছাত্রীসহ তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় বিজলী সুপার সার্ভিস নামের একটি বাস সিএনজি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুই জন নিহত হন। পৃথক দুর্ঘটনায় মহাসড়কের মাধাইয়া এলাকায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চৌদ্দগ্রামের দুর্ঘটনায় নিহতরা হলেন ফাতেমা আক্তার রেবা (২৪)। নিহত রেবা উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে এবং কুমিল্লা অজিতগুহ কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী। অপর নিহত শিশু মিম চান্দিনা উপজেলার সুজন মিয়ার ছেলে। অটোরিকশায় শিশুটির খালাসহ তিন জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য জাকির মাহমুদ জানান, কুমিল্লা অজিতগুহ কলেজ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিল ফাতেমা আক্তার রেবা। এ সময় মিয়াবাজার নেমে সিএনজি অটোরিকশাতে উঠেন তিনি। অটোরিকশাটি নোয়াবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। মিয়াবাজার পৌঁছালে কুমিল্লা থেকে কাশিনগরগামী বিজলী সুপার সার্ভিসের বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বাসের পেছনে ধাক্কা খেলে সিএনজিতে থাকা শিশু, রেবাসহ তিনি যাত্রী আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মিয়াবাজার এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার রেবাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু মিমকে কুমিল্লায় নিয়ে গেলে সেখানকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনাস্থলে কোনও লোক মারা যায়নি। পরে হাসপাতালে নেওয়ার পর রেবার মৃত্যু হয়। সুরতহাল করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। তবে শিশু মিম নামের কারও মৃত্যুর খবর পাইনি। সে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে জানি। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিজ ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আমাদের হাসপাতালে আনার পর মীম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তার লাশ পরিবার নিয়ে গেছে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা মাধাইয়া এলাকায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মো. বায়েজিদ ইসলাম (৩৫)। তিনি তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের হাজী ফার্মেসির মালিক রফিকুল ইসলামের ছোট ছেলে।

হাইও‌য়ে ই‌লিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল হা‌কিম জানান, বায়েজীদ মোটরসাইকেলযোগে কুমিল্লা যাওয়ার পথে মাধাইয়া এলাকায় সড়ক পারাপারের সময় পেছনে থেকে একটি বাস ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি