X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গারা স্বাস্থ্যসেবায় প্রভাব ফেলছে: স্বাস্থ্যমন্ত্রী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০২ অক্টোবর ২০২২, ১৮:৪৪আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৮:৪৪

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কারণে বিভিন্নক্ষেত্রে প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, রোহিঙ্গারা নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছেন। মানবিক বিবেচনায় প্রধানন্ত্রী তাদের আশ্রয় দেন। শুধু আশ্রয় নয়, বাসস্থান ও স্বাস্থ্যসেবাসহ সব ধরনের সুযোগ-সুবিধা তারা পাচ্ছে। তবে এটাও সত্য, রোহিঙ্গাদের কারণে আমাদের মানুষের নিরাপত্তা-স্বাস্থ্যসেবায় ব্যাপক প্রভাব পড়েছে। এ অবস্থায় কক্সবাজার ও টেকনাফের মানুষদের স্বাস্থ্যসেবা দিতে আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

রবিবার (২ অক্টোবর) দুপুরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত ১২টি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, একই দিন সকালে টেকনাফের কোয়ানছড়ি পাড়ার কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখেন তিনি। বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের সঙ্গে যৌথ প্রচেষ্টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম-জাতিসংঘের অভিবাসন সংস্থা) নির্মাণাধীন ১০০টি কমিউনিটি ক্লিনিকের মধ্য ১২টি উদ্বোধন হয়েছে আজ।

সরকারের আন্তরিক প্রচেষ্টায় স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ কারণে করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। যা খুব কম দেশে পেরেছে। করোনার শুরু থেকে বাংলাদেশ স্বাস্থ্যসেবা কর্মসূচি বৃদ্ধি করেছে এবং দেশব্যাপী কোভিড-১৯ টিকা দান কার্যক্রম অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে আইওএম বাংলাদেশ মিশনের প্রধান আব্দুস সাত্তার বলেন, ‘শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর নানামুখী চাহিদা পূরণে তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের প্রয়োজন। মানবিক-উন্নয়ন সম্পর্কের ফলাফল যে দীর্ঘস্থায়ী হয়, তারই উদাহরণ হলো- বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক এবং আইওএমের যৌথ প্রচেষ্টা।’ স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা হিসেবে এই কমিউনিটি ক্লিনিকগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রজনন এবং পারিবারিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য-পরীক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতায় সহায়তা, পুষ্টি কাউন্সেলিংয়ে এসব প্রতিষ্ঠান ভূমিকা রাখবে। 

অনুষ্ঠানে বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডান্ডান চেন বলেন, ‘আমরা মানবিক সহায়তাদানকারী সংস্থা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে তাদের স্বদেশ মিয়নমারে প্রত্যাবর্তন না করা পর্যন্ত ও স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন মেটাতে বিশ্বব্যাংক কাজ করবে।’ 

এ সময় আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) ও লাইন ডিরেক্টর (এইচজিএসপি অপারেশন প্ল্যান) জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খোরশেদ আলম, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, ডিসি মামুনুর রশীদ এবং উপজেলার চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল প্রমুখ।
   

/টিটি/
সম্পর্কিত
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা: নিরাপত্তা পরিষদে নিজের অবস্থান তুলে ধরলো বাংলাদেশ
রোহিঙ্গাদের বাসা ভাড়া দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও