X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২০ অক্টোবর ২০২২, ০৫:০১আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৮:১০

ফেনী নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের ওপর ‘গুলিবর্ষণ’ ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামরুল হোসেনসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ অক্টোবর) বিকাল ৫টায় করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে করেরহাট বাজারে এই বিক্ষোভ মিছিল-সমাবেশ এবং ইউপি চেয়ারম্যান মজিবুল রিপনের কুশপুতুল দাহ করা হয়েছে।

উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিমের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য আলাউদ্দিন আলোর সঞ্চালনায় বক্তব্য দেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুল মোনায়েম খান দুলাল, সাংগঠনিক সম্পাদক ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সালাউদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি আশীষ কুমার দাস, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শরিফুল হক।

এইসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আজাদ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ডাক্তার মহিম উদ্দিন, অর্থ সম্পাদক শেখ আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, তাইফদ্দিন, বেলাল মেম্বার, জামাল মেম্বার, ফারুক মেম্বার, করেরহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন কুমার দে, যুবলীগ নেতা হেদায়েত উল্লাহ, শ্রমিকলীগ নেতা আলাউদ্দিন ড্রাইভারসহ জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামরুল হোসেনসহ সকলের বিরুদ্ধে মামলা উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর ফেনী নদীর কলমীরচর এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ চার জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে মেয়র খোকন এখনও ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় ফেনীর ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপনসহ ২২ জনের বিরুদ্ধে সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করেন যুবলীগ নেতা মিজানুর রহমান। ওই মামলায় ৪ আসামির গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। 

একই ঘটনায় ১৭ অক্টোবর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোনাগাজী আমলি আদালতে ফেনীতে গুলিবিদ্ধ মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেনসহ ৪২ জনের বিরুদ্ধে একটি পাল্টা মামলা দায়ের করেন চেয়ারম্যান মজিবুল হক রিপনের ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রত্যয় এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নুরুল আলম।

/ইউএস/
সম্পর্কিত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
শাসন করতে গিয়ে ছুরির আঘাতে মেয়ের মৃত্যু, গ্রেফতার বাবা
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক