X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘ব্রাজিলের ভক্তদের কথা শোনার সময় নাই’

রাঙামাটি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২২, ১৯:৫৭আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৯:৫৭

ফুটবল বিশ্বকাপ এলেই আনন্দে মেতে ওঠে বাংলাদেশের সমর্থকরা। কাতার বিশ্বকাপ শুরুর আগে বিশ্বকাপ উত্তেজনায় কাঁপছে গোটা দেশ। রাঙামাটিতে ৩৫ ফুট লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য র‌্যালি করেছে ‘আর্জেন্টিনা সমর্থক
গোষ্ঠী’।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে শহরের শহীদ মিনার থেকে র‌্যালিটি বের করা হয়। শহরের আসামবস্তি হয়ে তবলছড়ি-বনরুপা-রিজার্ভ বাজার ঘুরে রিজার্ভ বাজারের অবস্থিত ওয়াই আকৃতির সেতুতে র‌্যালিটি শেষ হয়।

র‌্যালিতে আর্জেন্টিনা ভক্তরা প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে অংশ নেন। র‌্যালিতে সমর্থকরা গায়ে জার্সি, হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ও আর্জেন্টিনার পতাকা নিয়ে র‌্যালিতে অংশ নেন।

‘ব্রাজিলের ভক্তদের কথা শোনার সময় নাই’

সমর্থক সুজন বড়ুয়া বলেন, ১৯৮০ সালের পর যারা বিশ্বকাপ খেলা দেখেছে সবাই ম্যারাডোনার খেলা দেখেছে, যার কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনার সমর্থন করে। এবার মেসি ও আর্জেন্টিনা দল খুব ভালো খেলছে। কোপা আমেরিকায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। এরই ধারাবাহিতায় এবার মেসির শেষ বিশ্বকাপ হতে
পারে। এবং মেসির হাতেই কাপটি উঠবে- এমনটাই আশা সমর্থক হিসেবে।

স্নেহাশীষ সেন্টু নামে আরেক ভক্ত বলেন, ব্রাজিলের ভক্তরা শুধু শুধু অনেক কথা বলবে- এগুলো শোনার কোনও সময় নেই। আমরা অতীত বিশ্বাস করি না। সাম্প্রতিক সময় কোপা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা- তাই এবারের বিশ্বকাপ আমরাই জিতবো।

‘ব্রাজিলের ভক্তদের কথা শোনার সময় নাই’

সুমন চাকমা বলেন, আমার বন্ধুরা বলে, ব্রাজিল ব্রাজিল। ব্রাজিল পাঁচবার কাপ নিয়েছে। আমি বলি, পাঁচবার কাপ নিলে কিছুই হবে না। খেলা দেখ, এবারের খেলায় অনেক পার্থক্য আছে। আর্জেন্টিনার সঙ্গে দুইবার ম্যাচ খেলে একবারও জয়ী হতে পারেনি ব্রাজিল। আমাদের দল আগের চেয়ে অনেক শক্তিশালী।

পলাশ বড়ুয়া বলেন, আর্জেন্টিনা টানা ৩৫ ম্যাচ অপরাজিত। অবশ্যই এই বিশ্বকাপে আমরা মেসির হাতে শিরোপা দেখতে চাই।

আয়োজক কমিটির অন্যতম সদস্য নাছির উদ্দিন সোহেল বলেন, আমাদের নিজের দেশ বিশ্বকাপে অংশ নিতে পারেনি। তাই আমরা আর্জেন্টিনা দলের সমর্থন করছি এবং প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি করেছি। যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ তাই বিশ্বকাপটি খুব স্পেশাল।

/এফআর/
সম্পর্কিত
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
বাংলাদেশ ও আর্জেন্টিনা যেসব খেলায় সহযোগিতা প্রত্যাশী
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন