X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ শুরু 

কুমিল্লা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ১২:৩৯আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১২:৪৩

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে সমাবেশ শুরু হয়। 

পরে বিএনপির দলীয় সংগীত পরিবেশন করেন এস এম মিজানসহ জাসাস নেতৃবৃন্দ। দলীয় সংগীতের পর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‌‘কারার ঐ লৌহ কপাট’ গানটি বাজানো হয়। এরপরই কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেওয়া শুরু করেন। দুপুর ২টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাবেশস্থলে আসার কথা রয়েছ।
 
মঞ্চে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক  (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া প্রমুখ।

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ শুরু 

বিএনপির নেতাকর্মীদের পদচারণা ও স্লোগানে মুখর হয়ে উঠেছে কুমিল্লা শহর। সকাল থেকে নগরীর প্রবেশপথ টমিছম ব্রিজ, শাসনগাছা ও রাজগঞ্জ সড়কে হাজার হাজার নেতাকর্মী জড়ো হচ্ছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিয়ে টাউন হল মাঠে ঢুকছেন তারা।

কুমিল্লার বরুড়া আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেন, ‘কর্মীদের নিয়ে গণতন্ত্রের মায়ের মুক্তির দাবিতে এসেছি। গণতন্ত্রের নেতাদের ডাকে সাঁড়া দিতে আমরা প্রস্তুত।’

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ শুরু 

এদিকে সমাবেশস্থলের তিন কিলোমিটার জুড়ে মাইক বাজছে। নেতাকর্মীরা যারা টাউন হল মাঠে জায়গা না পেয়ে বাইরে অবস্থান করবেন, তাদের শোনার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তবে শব্দ যেন মানুষের ক্ষতি না করে সেদিকে লক্ষ্য রেখে ভালো ও নিয়মতান্ত্রিক সাউন্ড সিস্টেম ব্যবহারের কথা জানিয়েছে বিএনপি নেতারা।

সরেজমিন দেখা গেছে, সভাস্থল থেকে শুরু করে রাজগঞ্জ এলাকা, টমছমব্রিজ এলাকা, পুলিশ লাইন্স, রাণীর বাজার জিলা স্কুল গেট ও রাণীর দিঘির পাড় পর্যন্ত সড়কের পাশ ঘেঁষে এসব মাইক টানানো হয়েছে। 

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ শুরু 

বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘শহরের তিন কিলোমিটারজুড়ে মাইক লাগানো হয়েছে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ পরেই মাঠে আসবেন।’

/এসএইচ/
সম্পর্কিত
ঢাকা দক্ষিণ আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুক্রবার
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
বাংলাদেশের জনগণ কারও প্রভুত্ব স্বীকার করে না: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা