X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘শেখ হাসিনা ছাড়া আর কোনও রাষ্ট্রনায়ক একসঙ্গে এত মসজিদ নির্মাণ করেননি’

নোয়াখালী প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ২০:৫৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ২২:১২

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘অনেক প্রধানমন্ত্রী এসেছে, অনেক প্রধানমন্ত্রী আসবে। অনেক রাষ্ট্রপতি এসেছে, অনেক রাষ্ট্রপতি আসবেন। কিন্তু বঙ্গবন্ধুর মতো কেউ আর বাংলাদেশে আসবেন না। শেখ হাসিনার মতো বাংলাদেশের গরিব মানুষকে, মাটিকে, মানচিত্রকে এভাবে দরদ দিয়ে ভালোবাসার মানুষ আর আসবে না। আমরা সেই শেখ হাসিনার কর্মী। তিনি পৃথিবীর ইতিহাসে একমাত্র রাষ্ট্র নেতা যিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে একসঙ্গে ৫০৭টি মসজিদ নির্মাণ করেছেন। আর কোন মুসলমান রাষ্ট্রনায়ক একসঙ্গে এতগুলো মসজিদ নির্মাণ করতে পারেনি।’

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ স্বপন বলেন, ‘শেখ হাসিনার মতো দুঃখী আর কেউ নেই। তিনি চাইলেই বাবা-মায়ের জন্য পায়েস রান্না করতে পারেন না। পিঠা বানিয়ে বাবা-মাকে খাওয়াতে পারেন না। অথবা কেউ ডেকে বলে না, মা হাসু আয় তোর জন্য পিঠা বানিয়ে রেখেছি। তিনি তো পরিবারহারা, ভাইহারা। তাই তিনি যখন প্রত্যন্ত অঞ্চলে বিধবা ভাতা পৌঁছে দিয়ে খাবারের ব্যবস্থা করেন। তখন তিনি মনে করেন, তার মায়ের মন শান্তি পাচ্ছে। গ্রামের অসহায় মানুষগুলো যখন ভিজিএফ-ভিজিডির মাধ্যমে দুমুঠো ভাত খান, তখন শেখ হাসিনা খুশি হন। যখন মানুষগুলো ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে আলহামদুলিল্লাহ বলেন, তখন তিনি মনে করেন কবর থেকে তার পিতা বঙ্গবন্ধু শান্তি পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘জনগণ সব ক্ষমতার উৎস। জনগণের ক্ষমতায়নের জন্যই বঙ্গবন্ধু রাজনীতি করেছিলেন। জনগণের মুখে হাসি ফোটানোর জন্য ১৪ বছর কারাগারে ছিলেন। বঙ্গবন্ধু জনগণের মুখে হাসি ফুটিয়েছেন, এখন শেখ হাসিনা ফোটাচ্ছেন।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কিছু মানুষ গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেবে। আবার কিছু মানুষ কখনও গা ভাসাবে না। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে আমরা আদর্শের রাজনীতির চর্চা করি। আসুন সবাই মিলে মানুষের কাছে যাই, মানুষকে বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার কথা ভালোভাবে বোঝাই।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ছোট্ট একটি ছবি, নেত্রীর একটু বড় ছবি, আর আমাদের ছবি বড় করে দিয়ে বাহাদুর সাজার চেষ্টা করে। আবার নিচে অনেক সময় দেখা যায় যিনি সৌজন্যে ছবি দিচ্ছেন তিনি টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করেন, ইয়াবার ব্যবসা করেন, ফেনসিডিলের ব্যবসা করেন, হয়তো ভূমি দস্যু, নয়তো সন্ত্রাসী। মাঝে মাঝে কষ্ট লাগে আমাদের পরবর্তী প্রজন্মের কর্মীরা বিভ্রান্ত হয়ে লাফালাফি করে। তখন মনে হয় আমরা রাজনীতিবিদ হিসেবে ব্যর্থ।’

হুইপ স্বপন বলেন, ‘তারেক রহমান বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা চালালো। সেই তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী তিনি দুর্নীতির মামলায় আদালত থেকে শাস্তিপ্রাপ্ত হয়ে কারাগারে গেলেন। জজ কোর্টে রায় হলো, শাস্তি হলো। হাইকোর্টে গেলো, শাস্তি হলো। অ্যাপিলেট ডিভিশনে গেলো, শাস্তি হলো। হয়তো বলতে পারে, সরকার কারসাজি করে শাস্তি দিয়েছে। আমাদের বিচার ব্যবস্থা এখন স্বাধীন। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে অনেক বড় বড় আইনজীবী বিএনপির রয়েছে। তারাও লড়াই করেছে। আদালত রায় দিয়েছেন কারাদণ্ডের। তিনি কারাগারে গেছেন, বঙ্গবন্ধু কন্যা তার খোঁজখবর রাখতেন।’

সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছানা উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান বেলায়েত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন এবং যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল।

উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর পর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি