X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘আমলা নয় কামলা হয়ে এসেছি, কামলা হয়েই যাচ্ছি’

কুমিল্লা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২২, ২২:১৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২২:১৮

‘আমলা নয় কামলা হয়ে এসেছি, আবার কামলা হয়েই ফিরে যাচ্ছি। যেদিন প্রথম কর্মস্থলে যোগ দিয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত যেখানে গেছি, বলেছি আমলা হয়ে নয় কামলা হয়েই থাকবো। কুমিল্লায়ও এসেছি কামলা হয়ে, যাচ্ছিও কামলা হয়ে। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ভুল আমারও হতে পারে। কিন্তু চেষ্টা করেছি, জেনেশুনে ভুল না করতে। আমি আমার কাজ করেছি আর সরকার ও কুমিল্লার মানুষ আমাকে অনুপ্রাণিত করেছে।’

বুধবার (০৭ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে শেষ কর্মদিবসে মতবিনিময় সভায় এসব কথা বলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। পদোন্নতি পেয়ে বদলিজনিত কারণে কুমিল্লা থেকে বিদায় নেওয়ার আগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ‘কুমিল্লা শিক্ষা, সংস্কৃতির একটি উর্বর ভূমি। এখানে আসার পরই মানুষের মার্জিত আচরণ আমাকে মুগ্ধ করেছে। আমি কুমিল্লার স্কুল-কলেজগুলোতে রুটিনের বাইরে গিয়ে ঘুরেছি। ক্লাস নিয়েছি। দেখেছি এখানকার শিক্ষার্থীরা ক্ষুরধার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ও তাদের সম্ভাবনার কথা চিন্তা করে রোবটিকস নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিলাম। কাজ হয়েছে। কুমিল্লার প্রত্যেক উপজেলায় রোবটিকস নিয়ে কাজ চলছে। এই প্রথম কুমিল্লায় কোনও রোবট তৈরি করা হলো যার প্রত্যেক পার্টস (অংশ) নিজেদের তৈরি করা। যার নাম নিকো। এটি ছবি দেখেই মানুষের বায়োডাটা বলে দিতে পারে।’

তিনি বলেন, ‘আমি শিগগিরই কুমিল্লা থেকে বিদায় নিচ্ছি। কিন্তু আমি বিশ্বাস করি কুমিল্লায় বিশ্বমানের রোবট তৈরি হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সবচেয়ে এগিয়ে থাকবে কুমিল্লার মানুষ। কারণ এই অঞ্চলে এসেছিলেন কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায়, গীতিকার, সুরকার এবং লোকসংগীত শিল্পী শচীন দেববর্মণ ও উপমহাদেশের প্রথম নারী জমিদার নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীসহ ইতিহাস বিখ্যাত জ্ঞানী লোকেরা।’

ডিসি কামরুল হাসান জেলা প্রশাসনের ল্যাবে তৈরি করা দেশের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট নিকো সাংবাদিকদের দেখান

জানা গেছে, ২০২১ সালের জানুুয়ারিতে কুমিল্লায় জেলা প্রশাসক হিসেবে আসেন মোহাম্মদ কামরুল হাসান। সারাদেশে প্রথমবারের মতো রোবটিকস স্কুল প্রতিষ্ঠা করেন তিনি। জেলায় ১০৮টি রোবটিকস ও প্রোগ্রামিং ক্লাব রয়েছে। রোবটিকস ও প্রোগ্রামিংয়ের কাজগুলোতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে একটি টিম কাজ করছে। এ অবদানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে এ বছর দলগতভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পান কামরুল হাসান। তিনি ডিজিটাল এক্সিলেন্স ক্যাটাগরিতে শেখ রাসেল পদক-২০২২ পদকে ভূষিত হন। জন্ম ও মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কুমিল্লা জেলা। এই অর্জনের স্বীকৃতিস্বরূপ গত ১৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সম্মাননা সনদ গ্রহণ করেন কামরুল হাসান। এছাড়া জাতীয় ও জেলা পর্যায়ে একাধিক পদকে ভূষিত হন।

মতবিনিময় সভা শেষে ডিসি কামরুল হাসান জেলা প্রশাসনের ল্যাবে তৈরি করা দেশের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট নিকো সাংবাদিকদের দেখান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাৎ হোসেন, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও রোবটিকস টিমের সদস্যরা।

/এএম/
সম্পর্কিত
বান্দরবানের রুমা ভ্রমণে প্রশাসনের ‘না’
ক্রয় রসিদ দেখাতে না পারায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
‘নিজ অফিসের নিচতলায় বিআরটিএর দুর্নীতি, জানেন না ডিসি’
সর্বশেষ খবর
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন