X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

টার্গেট করে বাড়ি ভাড়া নিয়ে চুরি করতেন এই ৬ নারী

কুমিল্লা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২২, ১৭:০৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৭:০৮

কখনও ভাড়াটিয়া, কখনও যানবাহনের যাত্রী সেজে চুরি করা একটি চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে কুমিল্লার বিজয়পুর ইউনিয়নের মোহনপুর গ্রামের আবুল কালামের ভাড়া ঘর থেকে তাদের গ্রেফতার করে সদর দক্ষিণ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি সোনার চেইন, একটি সোনার আংটি, ৯টি শাঁখা (বালা) উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধর মণ্ডল গ্রামের রুক্কু মিয়ার মেয়ে জুয়েনা বেগম (২৫), কোহিনুর বেগম (৩০) ও রিনা বেগম (৩২), মৃত জহির মিয়ার মেয়ে রুনা বেগম (২৫), দুখু মিয়ার মেয়ে রোজিনা বেগম (৩০) ও ইউনুছ মিয়ার মেয়ে আকলিমা বেগম(২৮)।

বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ওসি দেবশিষ চৌধুরী বলেন, আমরা খবর নিয়ে জানতে পেরেছি, এই চক্রের প্রত্যেক সদস্যের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় ৫-৭টি মামলা রয়েছে। তারা ধরা পড়লে মামলা হয়। এরপর জেলে যায়। সেখান থেকে বের হয়ে আবারও একই অপরাধে লিপ্ত হয়।

তিনি বলেন, তাদের কাছ থেকেই জানতে পেরেছি, তারা নিজ এলাকা থেকে এসে মাহফিল, মেলা, সমাবেশ, পূজা, বিয়ের অনুষ্ঠান, সুন্নতে খাতনার অনুষ্ঠানসহ জনবহুল এলাকায় পূর্বে থেকে বাসা ভাড়া নেয়। সেখানে তারা খড়, চাটাই অথবা পত্রিকা বিছিয়ে রাত পার করে। সেখানে থেকে নিজের চুরির লক্ষ্য ঠিক করে। পরে তারা ছয় জন মিলে জনবহুল ওই স্থানে গিয়ে টার্গেটকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই চুরি করে লাপাত্তা হয়ে যায়। আর ওই বাসায় ফেরে না। তারা যানবাহনে যাত্রী বেশে গিয়ে মহিলা যাত্রীদের কাছ থেকেও স্বর্ণালঙ্কার চুরি করতো।

ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটকের পর তারা নিজেদের ঘরে রাখা স্বর্ণালংকার পুলিশকে দেখিয়ে দেয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়