X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘মির্জা ফখরুল সরকার উৎখাত করতে থাকুক, আবারও নির্বাচন এলে বয়কট করুক’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৪, ২০:৪৬আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ২০:৪৬

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত পাঁচ বছর ধরে সরকার উৎখাত করছেন। আগামী পাঁচ বছর পর্যন্ত তিনি সরকার উৎখাত করতে থাকুক। এরপর আবারও নির্বাচন এলে আবারও বয়কট করুক—এই প্রার্থনা করছি।’

রবিবার (০৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই প্রার্থনা করেন তিনি। 

এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম দলের আন্দোলন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। সরকারবিরোধী আন্দোলন সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘এই আন্দোলন কেবল বিএনপির একার নয়, এটি জাতিকে রক্ষার আন্দোলন। যারা জোর করে ক্ষমতায় আছে, সেই দখলদার সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন। ঢাকা মহানগর হচ্ছে কেন্দ্রবিন্দু। সব আন্দোলনে মূল লক্ষ্য ঢাকা। ঢাকাকে সেভাবে গড়ে তোলেন। ঢাকা যেন দুর্গে পরিণত হয়। তাহলে আন্দোলন জোরালো করতে পারবো।’

মির্জা ফখরুলের এমন বক্তব্য ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের ইফতার এবং নৈশভোজে অংশ নেওয়ার প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনারকে দাওয়াত দিলে যে কারও বাড়িতেই যেতে পারেন। এতে দুরভিসন্ধিমূলক কিছু আছে বলে মনে করি না। এভাবে মির্জা ফখরুল আগামী পাঁচ বছর সরকার উৎখাত করতে থাকুক। এরপর আবারও নির্বাচন এলে বয়কট করুক।’

পবিত্র রমজানে সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টি বন্ধের নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে গণপূর্তমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইফতার পার্টি বন্ধের জন্য সবাইকে অনুরোধ করেছি আমরা। পাশাপাশি রমজানে যারা দাঙ্গা-হাঙ্গামা করছে, তাদের ধিক্কার জানাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম শেখ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূঁইয়া প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস