X
বুধবার, ১৭ জুলাই ২০২৪
২ শ্রাবণ ১৪৩১

স্রোতে ভেসে যাওয়া এক শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ আরেকজন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জুন ২০২৪, ১৩:৩৩আপডেট : ১২ জুন ২০২৪, ১৩:৩৩

চট্টগ্রামে চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ জুন) সকালে রাজাখালী খালের ১৪ নম্বর গলির মুখ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নগরীর লামারবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান এ তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাকলিয়া থানাধীন রাজাখালী ১৪ নম্বর গলির চাক্তাই খালের পানিতে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয়। মনি বেগম নামে এক পথচারী সকালে শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তবে উদ্ধার হওয়া শিশুটির পরিচয় জানাতে পারেননি ওই নারী।’

এর আগে, মঙ্গলবার (১১ জুন) বিকাল ৫টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন ফিরিঙ্গী বাজার ফিশারিঘাট স্লুইসগেট এলাকায় গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিশু হলো রাসেল ও তানভির। তাদের পুরো পরিচয় জানা যায়নি। নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কাজ করে উদ্ধারকাজ সমাপ্ত করে। বুধবার সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু হয়।

স্থানীয় লোকজন জানিয়েছেন, দুই শিশু খালে গোসল করতে নেমেছিল। প্রথমে এক শিশু পানির স্রোতে ভেসে গেলে অন্যজন তাকে বাঁচাতে নামে। এ সময় সেও পানির স্রোতে ভেসে যায়। একজনের মরদেহ উদ্ধার হলেও আরেকজন এখনও নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

আরও পড়ুন:

স্রোতে ভেসে নিখোঁজ দুই শিশু, ডুবুরি দলের অভিযানেও মেলেনি সন্ধান

/কেএইচটি/
সম্পর্কিত
চিঠিতে ‘আমার ঠিকানা হবে জাহান্নাম’ লিখে প্রাণ দিলেন গৃহবধূ
জামালপুরে বন্যার পানিতে ডুবে একসঙ্গে ৪ জনের মৃত্যু
নিহত বৌদ্ধ ধর্মীয় গুরুর দেহে আঘাতের চিহ্ন ছিল না: এসপি
সর্বশেষ খবর
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ চলছে
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ চলছে
রাজধানীতে ১৪ প্লাটুন আনসার মোতায়েন
রাজধানীতে ১৪ প্লাটুন আনসার মোতায়েন
কোটা সংস্কার আন্দোলন এবং ‘রাজাকারের নাতিপুতি’ প্রসঙ্গ
কোটা সংস্কার আন্দোলন এবং ‘রাজাকারের নাতিপুতি’ প্রসঙ্গ
জাবিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে
জাবিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে
সর্বাধিক পঠিত
সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
কী আছে ড. জাফর ইকবালের মূল লেখায়
কী আছে ড. জাফর ইকবালের মূল লেখায়
ছাত্রলীগের ১৫ কর্মীকে ছয়তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ
ছাত্রলীগের ১৫ কর্মীকে ছয়তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ
রোকেয়া হল ছাত্রলীগের নেত্রীর কক্ষে হামলা, মারধর
রোকেয়া হল ছাত্রলীগের নেত্রীর কক্ষে হামলা, মারধর
ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন আরেক নেতা, লিখলেন ‘আর পারলাম না’
ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন আরেক নেতা, লিখলেন ‘আর পারলাম না’