X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

লৌহজং নদী উদ্ধারে ‘অহিংস’ অভিযানের চলছে দ্বিতীয় দিন

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৬, ১৭:৫১আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৭:৫৪

লৌহজং নদীতীরে চলছে উদ্ধারাভিযান

টাঙ্গাইলে দখলের কবলে পড়া এককালের খরস্রোতা লৌহজং নদী উদ্ধারে অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার এ অভিযান শুরু হওয়ার পর বুধবার চলছে এর দ্বিতীয় দিন। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলছে এ অভিযান। একে অহিংস অভিযান বলে অভিহিত করেছেন জেলা প্রশাসক মাহবুব হোসেন।

জেলা প্রশাসক বলেন,  টাঙ্গাইল শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীটি দখল আর দুষনের ফলে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে গিয়েছিল। অবশেষে জেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘ দিন পর উদ্ধার অভিযান শুরু হল। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমিহীন মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। লৌহজং নদী সম্পূর্ণরূপে উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

জেলা সদরের সহকারি কমিশনার (ভূমি) সানোয়ারুল হক বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবারের অভিযানে নদী তীরের প্রায় এক কিলোমিটার দীর্ঘ অংশ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। বুধবারও একই গতিতে উদ্ধার অভিযান চলছে।

এ বিষয়ে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘জেলা প্রশাসকের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তবে তিনি যদি ক্ষমতাশালীদের সম্পদ রক্ষা করে দরিদ্রদের সম্পদ দখল করেন তাহলে তিনি নন্দিত না হয়ে নিন্দিত হতে পারেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসিত করার দাবি করি।’

টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন বলেন, ‘নদীটি উদ্ধার হলে এর তীর দিয়ে শহর বাইপাস সড়ক নির্মাণ করা হবে। এতে উত্তর ও দক্ষিণ প্রান্তের লোকজন শহরের যানজট এড়িয়ে সহজেই শহর ও বিভিন্ন এলাকায় যাতায়াত করতে পারবে।’

বেড়াডোমা এলাকায় উচ্ছেদ হওয়ায় সবটুকু জায়গা হারানোদের একজন গণেষ বলেন, ‘প্রায় ছাব্বিশ বছর আগে আমার বাবা কিনছিল দুই শতাংশ জমি। যে জমি বেচছে বাবার কাছে হেই জালিয়াতি করছে। এইডাতো বাবা বুঝে নাই। বাবা আছিল অশিক্ষিত মানুষ। কাগজপত্র বুঝে নাই। আমরা গরীব মানুষ। চা বেইচা খাই। সবটুকু জাগাই গেলো গা। অহন আমরা যামু কোনে, থাকুম কোনে।

সদর উপজেলার বাঘিলের বাসিন্দা সাইকেলমিস্ত্রি আকবর হোসেন এসেছেন এ উদ্ধার অভিযান দেখতে। তিনি বলেন, ‘ভালো কাজ হইতাছে। সরকারি জায়গা সরকার নিব এইডাই স্বাভাবিক। সরকারি জায়গা একজনরে দখল কইরা খাইতে দেখলে অন্য আরেকজনেরও তা খাইতে মন চাইবার পারে।’

লৌহজং নদীতীরের উদ্ধার অভিযানে তৎপর কর্মীরা

বিগত প্রায় আড়াই বছর ধরে জেলা প্রশাসনের গৃহিত সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন উদ্যোগের ফলে নদীর তীরবর্তী অবৈধ দখলদারদের অনেকেই গত কয়েকদিন ধরে তাদের অবৈধ স্থাপনা, বাড়িঘর সরিয়ে নিতে শুরু করেন। মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্ধার অভিযানে মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি সংস্থা, সাংবাদিক, পরিবেশবাদি সংগঠন, মানবাধিকার সংগঠনের নেতাকর্মীসহ সকল স্তরের হাজারও মানুষ অংশগ্রহণ করেন। সবাই হাতে হাতে খনন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?