X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৭, ১৩:২০আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৩:২০

গোপালগঞ্জ গোপালগঞ্জে বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, এ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে ৫০০ টাকার জায়গায় ৯৩০ টাকা আদায় করা হয়েছে। বিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি বাবাদ অতিরিক্ত আদায় করা হয়েছে ৩ লাখ ৪৪ হাজার টাকা।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকরা গোপালগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী অভিভাবক গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামের তাহাজ্জেদ হোসেন, বিরু মোল্লা, রুহুল আমীন, সুরুজ মোল্লা বলেন, শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়ে শিক্ষার্থীর ভর্তি ফি ৫০০ টাকা নির্ধারণ করেছে। ছাত্র ভর্তিতে ৫০০ টাকার বেশি আদায় করা যাবেনা বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তিতে ৫০০ টাকার জায়গায় ৯৩০ টাকা আদায় করা হয়েছে। অতিরিক্ত এ টাকা প্রধান শিক্ষক এইচ.এম আশরাফুল আলম আত্মসাৎ করবে বলে শুনেছি।

বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম আশরাফুল আলম শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের কথা স্বীকার করে বলেন, আমরা শিক্ষার্থীদের ভর্তিতে ৯৩০ টাকা আদায় করে ওই টাকারই রশিদ দিচ্ছি। এরমধ্যে ৪৫০ টাকা সেশন ফি ও ৫০ টাকা ভর্তি বাবদ আদায় করা হয়েছে। এছাড়া স্কাউট, পূজা, মিলাদ,খেলাধূলা, স্কুলের উন্নয়ন, রেড ক্রিসেন্ট ও শিক্ষার্থী কল্যাণসহ বিভিন্ন খাতে অতিরিক্ত ৪৩০ টাকা ভর্তির সময় আদায় করা হয়েছে। তিনি ভর্তিতে আদায়কৃত অতিরিক্ত টাকা আত্মসাতের কথা অস্বীকার করেন।

গোপালগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোর্শেদ বলেন, ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়ের কোনও বিধান নেই। বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে ৯৩০ টাকা আদায় করা হয়েছে বলে অভিভাবকরা আমার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে ইতোমধ্যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি এ ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। তদন্তে ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস