X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:৪৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:৪৯

গাজীপুর গাজীপুরে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক হাজার ৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পাইপ লাইন অপসারণ করেছে। এসময় এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শংকর কুমার বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

তিতাস গ্যাসের গাজীপুর জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী ও পুলিশ জানায়, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ পাইপ লাইন অপসারণ অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল থেকে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার গাছা এলাকার ৪টি স্পটে তিতাস গ্যাস টি অ্যান্ডডি কোং লিমিটেডের গাজীপুর জোনাল বিপণন অফিসের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রায় ৩০০টি বাড়ির ১ হাজার ৫টি অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের পাইপ লাইনের সংযোগস্থলসহ প্রায় ১ হাজার ১৬০ মিটার পাইপ অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই এলাকার নারীরা সংঘবদ্ধ হয়ে বাধা দেওয়ার চেষ্টা করে এবং প্রতিবাদ জানায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শংকর কুমার বিশ্বাস ও তিতাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী এসএম আব্দুল ওয়াদুদ পুলিশের সহায়তায় আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভ্রাম্যমান আদালত অবৈধ গ্যাস ব্যবহারকারীদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা এবং অপর দুইজনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করে।

অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাসের টিঅ্যান্ডডি-এর মহাব্যবস্থাপক (আবিডি-গাজীপুর) প্রকৌশলী এসএম আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপক (জোবিঅ-গাজীপুর) প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী, ব্যবস্থাপক (ইএসএস) প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী খোরশেদ আলম, প্রকৌশলী মির্জা মামুনুর রহমানসহ গাজীপুর জোনাল বিপণন অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে তিতাস গ্যাসের আবিডি-গাজীপুরের মহাব্যবস্থাপক প্রকৌশলী এসএম আব্দুল ওয়াদুদ জানান, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ নিচ্ছের এবং যারা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ গ্যাস দুর্ঘটনা দিকে ঠেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে