X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় র‌্যাবের অভিযানে গুলিবিদ্ধসহ আটক ৬

সাভার প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:১৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:১৯

আশুলিয়া আশুলিয়ার জামগড়া এলাকায় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে র‌্যাবের সঙ্গে অপহরণকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ চার অপহরণকারীসহ ছয় জনকে আটক করেছে র‌্যাব। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ অপহৃত আমানউল্লাহ নুর আমানকে (২৬) উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার মধ্যপাড়া প্রাইমারী স্কুলের পাশে আব্দুল সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার জাহাঙ্গীর হোসেন মাতাব্বর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রাহুল (১৭), মনির হোসেন (২৮) ও আলমগীর হোসেন (১৬)। আটককৃত অপর দুই জন হচ্ছে, মহসিন (২৪), মারুফ হোসেন (২৩)।

র‌্যাব সূত্রে জানা গেছে, অপহৃত আমান টঙ্গির আদি কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানের চাকরি করেন। শুক্রবার সকালে গাজীপুর থেকে বিআরটিসির একটি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। টুঙ্গি এলাকায় এসে পৌঁছালে তাকে বাসের ভেতর থেকে স্প্রে করে অচেতন করার পর অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় নিয়ে এসে নানাভাবে নির্যাতন করা হয়। এরপর জামগড়ার রুপায়ন আবাসন এলাকা নিয়ে যায়। আবার সন্ধ্যার দিকে অপহরণকারীরা তাকে রুপায়ন এলাকা থেকে সরিয়ে জামগড়ার আব্দুল সাত্তারের বাড়িতে নিয়ে আসে। ওই সময়ে অপহরকারীরা আমানের পরিবারের কাছে মুঠোফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহৃতের পরিবার তাদের বিকাশের মাধ্যমে ৭৫ হাজার টাকা দেয়। এরপর অপহৃতের পরিবার বিষয়টি র‌্যাবকে জানালে, র‌্যাব ১০ এর একটি দল মোবাইল ফোন ট্রাঙ্কিয়ের মাধ্যমে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবরে উপস্থিতি টের পেয়ে অপহরকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় চার অপহরণকারী গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ চার জনসহ ৬জনকে আটক করে র‌্যাব।

র‌্যাব-১০ এর কমান্ডায়িং অফিসার জাহাঙ্গীর হোসেন মাতাব্বর বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোন ট্রাঙ্কিয়েংর মাধ্যমে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
উপজেলা পরিষদ নির্বাচন১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড