X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ৫ ভুয়া পুলিশ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৭, ১৭:৫৪আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৭:৫৪

পুলিশ পরিচয়ে অপহরণকারী চক্রের পাঁচ সদস্য নারায়ণগঞ্জে পুলিশ পরিচয়ে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অপহৃত তিন নির্মাণ শ্রমিককে উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু, মুক্তিপণের আড়াই হাজার টাকা ও চারটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

শুক্রবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গ্রেফতারকৃতদের গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করে এ তথ্য জানানো হয়।

উদ্ধারকৃতরা হলেন বন্দরের মেরিন টেকনোলজির ঠিকাদারী প্রতিষ্ঠান ইকবাল এন্টারপ্রাইজের নির্মাণ শ্রমিক আব্দুর রহিম, ফরিদুল ইসলাম ও রাকিব। তাদের সবার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার বানিয়াপাড়া এলাকায়।

গ্রেফতারকৃত অপহরণকারী চক্রের সদস্যরা হলো শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার রবিউল আবেদীন ওরফে রবিন (২১), নন্দীপাড়া ডিএন রোড এলাকার রানা (২২), হৃদয় (২২), বন্দরের সালেহনগরের আলামিন (২৬) ও শহরের পাইকপাড়া সরদারগলির মিঠু (২৭)।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির এসআই  মফিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের কালীরবাজার এলাকায় তিন নির্মাণ শ্রমিককে তাদের কাছে মাদক আছে বলে পুলিশ পরিচয়ে অপহরণ করে নিয়ে যায় চক্রটি। গ্রেফতারকৃত পাঁচজন ছাড়াও চক্রে আরও পাঁচজন রয়েছে। পরে তাদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। বিকাশের মাধ্যমে পরিবারের লোকজন আড়াইহাজার টাকা দেন। পরে প্রযুক্তির মাধ্যমে মোবাইল ট্র্যাকিং করে শুক্রবার সকালে শহরের দেওভোগ পাক্কা রোড ও নন্দিপাড়া এলাকা থেকে অপহৃত তিনজনকে উদ্ধার ও পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

/বিএল/

আরও পড়ুন:
‘তোমরা শয়তানের রাস্তায় আছো, আমরা আল্লাহর...'

সম্পর্কিত
সর্বশেষ খবর
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?