X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সাভারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

সাভার প্রতিনিধি
২৬ মে ২০১৭, ১১:৪৮আপডেট : ২৬ মে ২০১৭, ১১:৫১

বন্দুকযুদ্ধ সাভারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মুক্তার হোসেন মুক্তি (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার (২৬ মে) ভোরে সাভারের বিরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মুক্তার হোসেন সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার ছোট বলিমহর এলাকার আখতার হোসেনের ছেলে। সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।
নিহত মাদক ব্যবসায়ীর ছেলে সাগর জানান, বুধবার (২৪) রাত সাড়ে ৯টার দিকে শাকিল নামে পুলিশের এক সোর্সসহ সাদা পোশাকে ১০/১৫ লোক তাদের বাসায় আসে। এ সময় তার বাবা (মুক্তার) গোসল করছিল। পরে পুলিশের সদস্যরা বাসায় ঢুকেই তার বাবাকে মারধর শুরু করে। এর এক পর্যায়ে পুলিশ তার খালা শাহানাজ, মামা সানোয়ার হোসেন ও বাবা মুক্তারকে একটি মাইক্রোবাসে করে আটক করে নিয়ে যায়। এর পর দিন বৃহস্পতিবার (২৫ মে) তার খালা ও মামাকে পুলিশ আদালতে হাজির করলেও তার বাবার কোনও হদিস পাওয়া যায়নি। পরে সাভার মডেল থানা ও ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যোগাযোগ করেও কোনও খোঁজ পাওয়া যায়নি।
সাগর অভিযোগ করে জানান, পুলিশ তার বাবাকে গুলি করে হত্যার পর বন্ধুকযুদ্ধে মারা গেছে বলে প্রচার করছে।
তবে সাভার মডেল থানা পুলিশ জানায়িছে, মুক্তার হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার মুক্তারকে গ্রেফতারের পর তাকে নিয়ে সাভারের বিরুলিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় মুক্তারের লোকজন তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বন্ধুকযুদ্ধে তার মৃত্যু হয়। পরে নিহতের লাশটি উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক বলেন, ‘পুলিশ রাত সাড়ে ৪টার দিকে মোক্তার নামে এক ব্যাক্তির মৃতদেহ হাসপাতালে নিয়ে আসে। এসময় আমরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে পুলিশ লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের বুকে দুটি গুলি লেগেছিল।
এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, ‘মুক্তার হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসা, নারী পাচার, অস্ত্র ব্যবসা ও হত্যা মামলাসহ প্রায় ১৮টি মামলা রয়েছে। বৃহস্পতিবার আটকের পর তাকে নিয়ে অভিযানে গেলে সেখানে বন্ধুকযুদ্ধে তার মৃত্যু হয়।’
উল্লেখ্য, এর আগে গত ১৯ মার্চ ওয়ারেন্টভুক্তক আসামি খাজাকে গ্রেফতারের জন্য পৌর এলাকার মজিদপুর মহল্লায় মুক্তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে আসামি ছিনিয়ে নেয় মাদক ব্যবসায়ীরা।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন