X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে ভিটে মাটি থেকে উচ্ছেদের জন্য গৃহকর্তাকে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০১৭, ১৭:২৯আপডেট : ২৮ মে ২০১৭, ১৭:২৯

 

গোপালগঞ্জে ভিটে মাটি থেকে উচ্ছেদের জন্য গৃহকর্তাকে মারধর গোপালগঞ্জের মুকসুদপুরে সনাতন ধর্মাবলম্বী এক পরিবারকে ভিটে মাটি থেকে উচ্ছেদের জন্য গৃহকর্তাকে মারধরের অভিযোগ করা হয়েছে। গুরুতর আহতাবস্থায় গৃহকর্তা বিকাশ মজুমদারকে (৫০) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বাঘাট গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুকসুদপুর থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামিরা হচ্ছেন দুলাল শেখ ও তার নিকটাত্মীয়সহ ৫/৬ জন।

হামলার শিকার বিকাশের ভাই প্রসেন মজুমদারের অভিযোগ, মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ছাড়া কার্যত আর কিছুই করেনি। অন্যদিকে, আসামি পক্ষ মামলা তুলে নেওয়ার জন্য তাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের পরিবারের জমি দখলে নিতেই এ হামলা করা হয়েছে। দুলাল শেখ কয়েকবছর আগে আমাদের এক শরিকের  কাছ থেকে চার শতাংশ জমি কিনে বাড়ি করলেও, তার বাড়িতে ফসল রাখার জায়গা না থাকায় তিনি আমাদের জমি ব্যবহার করে আসছিলেন। পরে তিনি আমাদের জমি বর্গা চাষও করেন, কিন্তু, ফসলাদি ঠিক মতো দিতেন না। এছাড়াও তিনি ওই জমি দখলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন। এছাড়াও গরু-বাছুর ছেড়ে দিয়ে ফসলের ক্ষতি করাসহ বাড়ির ফলজ ও বনজ কাজ কেটে ফেলে ক্ষতিসাধন করছেন। এসব ঘটনার প্রতিবাদ করায় তিনি আমাদের দেখে নেওয়ার হুমকি দেন।

তিনি আরও বলেন, ‘গত ১৯ মে আমার বড় ভাই বিকাশ মজুমদার কানুড়িয়া বাজারে যাওয়ার সময় দুলাল শেখের নেতৃত্বে তার ভাই ভাতিজাসহ ৫/৬ জনের একটি দল তার ওপর হামলা চালায়। মারধরের পর তাকে মৃত ভেবে ফেলে রেখে তারা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক।’

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের অধ্যাপক ডা. অনাদি রঞ্জন বলেন, ‘বিকাশ মজুমদার আমাদের বিভাগে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। তার শরীরের সাতটি স্থানে গুরুতর জখম রয়েছে। সম্পূর্ণ সুস্থ হলেও তার অঙ্গহানি হতে পারে। তিনি আজীবন পঙ্গুত্বও বরণ করতে পারেন।

এ ব্যাপারে দিগনগর ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলী বলেন, ‘বিকাশের ওপর হামলাকারীরা এলাকার চিহিৃত সমাজবিরোধী ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুকসুদপুর-কাশিয়ানী আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান পুলিশকে নির্দেশ দিয়েছেন। সংখ্যালঘু পরিবারের ওপর হামলাসহ অন্যায় অত্যাচার মেনে নেওয়া যায় না।’

বাদীর অভিযোগ অস্বীকার করে মুকসুদপুর থানার ওসি (তদন্ত) জাফর মিয়া  বলেন,  ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই পরিবারের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আমরা খুব শিগগিরই আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবো। ’

 /জেবি/টিএন/

আরও পড়তে পারেন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস