X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ডেসকোর মালামাল লুট, ১০ আনসার সদস্য গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ১৫:১১আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৫

ডেসকোর মালামাল লুট, ১০ আনসার সদস্য গ্রেফতার গাজীপুরের টঙ্গীতে অবস্থতি ‘ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির’ (ডেসকো) সাবস্টোর থেকে নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় সাড়ে ১১ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তাকর্মী ১০ আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (১৬ ডিসেম্বর) রাতে ওই কোম্পানির সাবস্টোরের ব্যবস্থাপক (চলতি দায়িত্ব) রাশেদুল হক শামছী বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেছেন।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, ডেসকোর সাবস্টোরটিতে ১৫ জন আনসার সদস্য তিনভাগে বিভিক্ত হয়ে ডিউটি করেন এবং স্টোরের ভেতরে আনসার শেডে থাকেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ২০/২৫ জন সন্ত্রাসী সাবস্টোরের প্রধান গেট সংলগ্ন পকেট গেটের সামনে গিয়ে আনসার সদস্য শফিকুল ইসলামের সঙ্গে দেখা করার কথা জানায়। তখন দায়িত্বরত আনসার সদস্য সাবস্টোরের পকেট গেট খুলে দেয়। পরে সন্ত্রাসীরা সাবস্টোরের ভেতরে প্রবেশ করে। এ সময় ডেসকোর স্পেশাল গার্ড খোরশেদ আলম সরকার বহিরাগতদের প্রবেশের প্রতিবাদ করলে সস্ত্রাসীরা তাকে মারধর করে। কিন্তু কর্তব্যরত আনসার সদস্যরা কোনও কথা বলেননি। এক পর্যায়ে সন্ত্রাসীরা সাবস্টোরের ভেতরে অবস্থিত গোডাউনের তালা ও সিল ভেঙে বৈদ্যুতিক লাইন নির্মাণ/মেরামতের মালামাল, নিরাপত্তা ব্যবস্থা মনিটরিংয়ের জন্য সিসিটিভির ডিভিআরসহ সাড়ে ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাদী এজাহারে উল্লেখ করেন, তিনি জেনেছেন ওই সন্ত্রাসীদের কয়েকজন ওই দিন দুপুরে আনসার সদস্য শফিকুল ইসলামের সঙ্গে দেখা করে গেছে।

গাজীপুর জেলা আনসার অ্যাডজুডেন্ট সাইদুর রহমান জানান, দায়িত্বে অবহেলার জন্য ওই ১০ জন আনসার সদস্যকে শনিবারই সাময়িক বরখাস্ত করা হয় এবং ফৌজদারি অপরাধের জন্য তাদের টঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্তে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, এ ঘটনায় ১০ আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?