X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বক্তব্য প্রত্যাহারে মতিয়াকে তিন দিনের আল্টিমেটাম জাবির আন্দোলনকারীদের

জাবি প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৮, ১১:৪২আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১১:৪৩

বক্তব্য প্রত্যাহারে মতিয়াকে তিন দিনের আল্টিমেটাম জাবির আন্দোলনকারীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের নিয়ে জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেওয়া বক্তব্য প্রত্যাহারে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। বক্তব্য প্রত্যাহার না করলে  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কৃষিমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণার হুমকিও দিয়েছে তারা।

মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আন্দোলনকারীদের পক্ষে এ ঘোষণা দেন জাবির সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক খান মুনতাসির আরমান।

তিনি বলেন, ‘আন্দোলনকারীদের “রাজাকারের বাচ্চা”  বলে গালি দেওয়ার মাধ্যমে কৃষিমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছেন। কেননা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে আমরা এ আন্দোলন করছি। তিনদিনের মধ্যে ক্ষমা না চাইলে তাকে জাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’

এর আগে গতকাল সোমবার সংসদ অধিবেশনে সরকারি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের তুলাধুনা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ চলছে, চলবে। রাজাকারের বাচ্চাদের আমরা দেখে নেবো। তবে ছাত্রদের প্রতি আমাদের কোনও রাগ নেই। মতলববাজ, জামায়াত-শিবির, তাদের এজেন্টদের বিরুদ্ধে সামান্য শৈথিল্য দেখানো হবে না।’

স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী কোটা সংস্কারের আন্দোলন নিয়ে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সূত্রপাত ঘটান। পরে বিষয়টি নিয়ে সরকারের একাধিক মন্ত্রী ও কয়েকজন এমপি বক্তব্য রাখেন। কেউ কেউ কোটা সংস্কারকে যৌক্তিক উল্লেখ করে বিষয়টি বিবেচনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ