X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

অপহরণে চার দিন পর শিক্ষার্থীকে উদ্ধার, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০১৮, ১৯:২১আপডেট : ২০ মে ২০১৮, ২০:০০

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণের চারদিন পর শায়েস্তাগঞ্জ থেকে সাইফুল ইসলাম (০৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের শায়েস্তাগঞ্জ বাজার থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ মনিরুজ্জামান।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক জুবায়ের মৃধা জানান, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার তোফায়েলের ছেলে স্থানীয় গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলামকে বাড়ির সামনের রাস্তা থেকে অপহরকারীরা তুলে নিয়ে যায়। রাতে অপহরণকারীরা সাইফুলের বাবার মোবাইলে মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা দাবি করেন। অন্যথায় সাইফুলকে হত্যা করবে বলে হুমকি দেয়। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় বুধবার রাতে অপহরকারীদের কাছে বিকাশের মাধ্যমে ২ লাখ টাকাও পাঠানো হয়। এরপর ছেলেকে না পেয়ে শুক্রবার সকালে শিক্ষার্থীর বাবা তোফায়েল বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাত সাড়ে ১০টার দিকে আধুনিক প্রযুক্তির সহায়তায় সিলেটের শায়েস্তাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থী সাইফুল ইসলামকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে শাহীন নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়। শাহীন রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকার হান্নানের ছেলে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এমনকি এ ঘটনায় জড়িত এক অপহরকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকি অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস