X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গাজীপুরে শেষ মুহূর্তে ভোটারের উপস্থিতি কম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৮, ১৫:৩৯আপডেট : ২৬ জুন ২০১৮, ১৫:৪৭

গাজীপুরে শেষ মুহূর্তে ভোটারের উপস্থিতি কম গাজীপুর সিটি নির্বাচনের শেষ মুহূর্তে ভোটারের উপস্থিতি কমেছে বলে জানিয়েছেন রাণী বিলাসমণী সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. সেলিম উল্লাহ। তিনি বলেন, ‘এ কেন্দ্রের ভোটার ১ হাজার ৯২৭ জন। এখন পর্যন্ত ৭৭৮ জন ভোট দিয়েছেন।’ এ কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট নেওয়ায় দ্রুত ফল ঘোষণা সম্ভব হবে বলেও জানান তিনি।
সেলিম উল্লাহ বলেন, ‘ইভিএম মেশিন হওয়ায় দ্রুত ফল ঘোষণা সম্ভব হবে। ভোটাররাও আগ্রহ নিয়ে ভোট দিয়েছেন।’
এদিকে ৫৭ নম্বর ওয়ার্ডে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ৮টি কক্ষে পুরুষ ভোটকেন্দ্রে চলছে ভোটদান। এব অপর পাশের ভবনে ৯টি কক্ষে চলছে মহিলাদের ভোট দান। সকাল থেকে প্রচুর ভোট বাক্সে পড়লেও দুপুরে ভোটারদের আগমন কিছুটা কম। এই কেন্দ্রে পুরুষ ভোটার ৩ হাজার ৫৯৮টি এবং মহিলা ভোটার ৩ হাজার ৪৭টি।
ভোটকেন্দ্রে আসা এক ভোটার চঞ্চল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার ভোটগ্রহণ অনেক শান্তিপূর্ণভাবে চলছে। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। এখন সে জয়ী হলেই ভালো।’
এদিকে প্রার্থীদের কর্মীরা জানায়, এখন পর্যন্ত ভোটগ্রহণে কোনও বিশৃঙ্খলা হয়নি। যদি এমনভাবে চলে তবেই ভালো।
এদিকে, ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোটকেন্দ্রে কোনও বিশৃঙ্খলা হয়নি। শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিচ্ছে। ভোটকেন্দ্রের বাইরে ও ভেতরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে ‘
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের বাইরে প্রার্থীদের কর্মীরা বাইরে অবস্থান নিয়েছে, তবে কোনও বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

/এসজেএ/সিএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই