X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে লঞ্চ ও সি-বোট চলাচল বন্ধ

মুন্সীগন্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০১৮, ১৩:২৮আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৩:৩৭

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুট মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচলে বিঘ্নতার সৃষ্টি হয়েছে। সোমবার (১৬ জুলাই) পদ্মা নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্নতার সৃষ্টি হয়। এছাড়া সি-বোট ও লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে।

বিআইডাব্লিউটিএয়ের শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক মো. সুলেমান বলেন, ‘প্রচণ্ড স্রোতের কারণে সোমবার ভোর থেকেই পদ্মায় সীবোট ও লঞ্চ চলাচল বন্ধ আছে। যাত্রীদের নিরাপত্তার জন্য নদী শান্ত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্হাপক (এজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার থেকে পদ্মায় প্রচণ্ড স্রোত। এত স্রোতের তীব্রতায় টানা ফেরিগুলো চলাচল করতে পারেনা। তাই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ৭টি টানা ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে, দুইটি রো রো ফেরিসহ ৮টি ফেরি দিয়ে যাত্রীবাহী যানবাহন পারাপার করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ঘাটে তেমন কোনও যাত্রীবাহী যানবাহন না থাকলেও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সব ফেরি চলাচল শুরু হবে। তখন ট্রাক পারাপার করা হবে।’ চারটি রো রো ফেরির মধ্যে মাত্র দুইটি রো রো ফেরি চলাচল করছে বলে তিনি জানান।

এজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘রো রো ফেরি শাহ মখদুম আগে থেকেই ডক ইয়ার্ডে আছে আর আরেকটি ফেরি আজ সকালে যান্ত্রিক ত্রুটির শিকার হয়ে বিকল হয়ে আছে।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
লিটনের পর দ্রুত ফিরলেন শান্ত
লিটনের পর দ্রুত ফিরলেন শান্ত
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র