X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

জাবিতে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে অবরোধ

জাবি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৮, ১৩:৪৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৩:৪৮

জাবিতে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে অবরোধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।

জোটের ব্যানারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

আজ সকাল দশটায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তার কার্যালয়ে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়েন। পরে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের দাবি সমাধানের জন্য আলোচনার দরকার আছে। এজন্য বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতির সঙ্গে সভা আহ্বান করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন, অনুষদ ডিন ও বিভাগীয় সভাপতি এবং শিক্ষার্থী এই তিন পক্ষের মধ্যকার সভা শুরুর অপেক্ষায় রয়েছে।

বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে গত ৭ নভেম্বর সিন্ডিকেট সভা চলাকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে প্রগতিশীল ছাত্রজোট। দাবির পক্ষে অনুষদ ও হলগুলোতে গিয়ে শিক্ষার্থীদের গণস্বাক্ষর সংগ্রহ করে তারা। গণস্বাক্ষরসহ স্মারকলিপি নিয়ে গত ১২ নভেম্বর উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে প্রগতিশীল ছাত্রজোটের একটি প্রতিনিধি দল।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘দাবির পক্ষে সাড়ে চার হাজারের বেশি শিক্ষার্থী স্বাক্ষর করেন। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বিভাগ উন্নয়ন ফি বাতিলের ব্যাপারে অসহায়ত্ব প্রকাশ করেন। তবে তিনি পরবর্তী বছর থেকে সমাধানের আশ্বাস দেন। দীর্ঘ কয়েক বছর থেকে এ আশ্বাস পেয়ে আসছি। অবৈধ এ ফি বাতিল করে রাষ্ট্রের টাকা দিয়ে বিভাগের উন্নয়ন করতে হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস