X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, আটক ৩

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ১৪:০১আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৪:১১

টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুর থেকে অপহৃত এক কলেজ ছাত্রীকে (১৬) উদ্ধার ও তিন  জনকে আটক করেছে র‌্যাব-১২। রবিবার (২৫ আগস্ট) রাতে উপজেলার গোড়াই গন্ধর্ব্যপাড়া এলাকার একটি বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারিদের আটক করা হয়। সোমবার (২৬ আগস্ট) দুপুরের দিকে টাঙ্গাইলের র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার গন্ধর্ব্যপাড়ার রহিছ উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (১৯), একই গ্রামের আবুল কাশেমের ছেলে সিয়াম মিয়া (১৮), সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পিপলবাড়ীয়া গ্রামের লিটন মিয়ার ছেলে আশিক (১৬)। ওই ছাত্রী মির্জাপুর উপজেলার বাসিন্দা।

র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শফিকুর রহমান বলেন, ‘রবিবার (২৫ আগস্ট) সকালে ওই ছাত্রীকে অপহরণের অভিযোগ করেন তার মা। অপহরণের পর তারা ওই ছাত্রীর পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। এ অভিযোগের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ওই এলাকা থেকে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করে। এসময় অপহরণের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন,‘অপহৃত কলেজ ছাত্রীকে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে। অপহরণকারীদের বিরুদ্ধে মির্জাপুর থানায় ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। এ ছাড়াও পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
লিটনের পর দ্রুত ফিরলেন শান্ত
লিটনের পর দ্রুত ফিরলেন শান্ত
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র