X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পরীক্ষার সময় ২০ ছাত্রের চুল কেটে দিলেন মাদ্রাসার অধ্যক্ষ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১৪:১৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৫:৪৭





কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় পরীক্ষার সময় ২০ ছাত্রের চুল কেটে দিয়েছেন অধ্যক্ষ। এর প্রতিবাদে ছাত্ররা পরীক্ষার হল থেকে বেরিয়ে যায়। পরে অন্য শিক্ষকদের মধ্যস্থতায় তারা আবারও পরীক্ষা দেয়। বুধবার (১৬ অক্টোবর) মাদ্রাসাটির দাখিল শ্রেণির ছাত্রদের সঙ্গে এ ঘটনা ঘটে।
দাখিলের শিক্ষার্থী ইয়ামিন শিকদার, মাহামুদুল হাসান, রমজান ফকির, ইয়াসিন খান, রহমত শেখ, রিপন ও ইয়াসিন শেখ জানায়, বুধবার তাদের বাংলা পরীক্ষা চলছিল। এ সময় হঠাৎ অধ্যক্ষ মো. বাকের হোসাইন কাঁচি দিয়ে ২০ ছাত্রের চুল কেটে দেন। এ ঘটনার প্রতিবাদের তারা পরীক্ষার হল ত্যাগ করে।

নাম প্রকাশ না করার শর্তে একজন ছাত্র জানায়, পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর হঠাৎ হুজুর হলে ঢুকে ছাত্রের চুল কাটতে শুরু করেন। এ ঘটনার প্রতিবাদ করায় তাদের দাখিল পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি। পরে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ বাকের হোসাইনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি পরীক্ষার আগের দিন সব ছাত্রকে চুল কেটে মাদ্রাসায় আসতে বলি। ছাত্ররা আমার কথার অবাধ্য হওয়ায় তাদের চুল কেটে দিয়েছি। আমি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্যই এ কাজ করেছি। তবে কাউকে ফরম পূরণ করতে দেবো না, এ কথা বলিনি।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদি সত্যতা পাওয়া যায়, বিধি মোতাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/জেবি/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাঙা হাটের দিন
ভাঙা হাটের দিন
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
গাজার স্বাস্থ্যকেন্দ্রে ৪০০ ইসরায়েলি হামলা
গাজার স্বাস্থ্যকেন্দ্রে ৪০০ ইসরায়েলি হামলা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা