X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

এক ব্যক্তিকে অপহরণের ৩দিন পর গাজীপুর থেকে উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৯, ১০:৫২আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১১:০৩

গাজীপুর থেকে উদ্ধার অপহৃত জয়নাল আবেদীন

অপহরণের ৩ দিন পর শনিবার অপহৃত ব্যক্তিকে গাজীপুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। সংস্থাটির পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলা এলাকার মৃত কসিম উদ্দিনের ছেলে রাজমিস্ত্রী মো. জয়নাল আবেদীন (৪৫) বুধবার ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। সকাল ১০টার দিকে তিনি রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পৌঁছালে ৪/৫ জন অপহরণকারী তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। জয়নাল বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তার সন্ধান না পেয়ে স্বজনরা কমলাপুর রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার রাতে অপহরণকারীরা জয়নালের পরিবারের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা জয়নালকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তার পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৬ হাজার টাকা নেয়। এ ঘটনায় অপহৃত জয়নালের স্বজনরা গাজীপুরের পোড়াবাড়ি র‌্যাব-১ এর ক্যাম্পে অভিযোগ করেন। পরে র‌্যাব সদস্যরা অভিযান শুরু করে।

র‌্যাব কর্মকর্তারা আরও জানান, অপহরণকারীরা শনিবার গাজীপুরের সালনা এলাকায় মুক্তিপণের টাকা নেওয়ার জন্য অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লেফটেনান্ট আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব-১ এর সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাব’র উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের গাড়ির পিছু নেয়। এক পর্যায়ে অপহরণকারীরা অপহৃত জয়নালকে সালনা বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। এসময় সেখান থেকে অপহৃত জয়নালকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে র‌্যাব-১’র সদস্যরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
উপজেলা পরিষদ নির্বাচন১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড