X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সাদা কাগজে সই নিয়ে বেতন দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের চেষ্টা

গাজীপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ১৯:৪৫আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৯:৫৩

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ জোর করে সাদা কাগজে স্বাক্ষর ও পরিচয়পত্র (আইডি কার্ড) জমা রেখে ২৬ দিনের বেতন দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছেন গাজীপুরের এপিএস হোল্ডিং লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১০ এপ্রিল) গাজীপুরের কড্ডা নাওজোর (চেয়ারম্যান বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে।

কারখানার সুইং শাখার সহকারী উৎপাদন ব্যবস্থাপক (এপিএম) আজিজুর রহমান বলেন,  ‘কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক ও কর্মচারী কাজ করেন। তাদের মধ্যে সবেতনে (যাদের চাকরির বয়স এক বছর হয়নি) এমন ৩৫০ জনের বেশি শ্রমিকের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে সই নিয়ে ও পরিচয়পত্র জমা রেখে মার্চের ২৬ দিনের বেতন দিয়ে শুক্রবার ছাঁটাইয়ের চেষ্টা চালায় কারখানা কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশের হস্তক্ষেপে কারখানা কর্তৃপক্ষ কিছু পরিচয়পত্র ফেরত এবং স্বাক্ষর নেওয়া সাদা কাগজ ছিড়ে ফেলে। তবে এখনও ২০০ মতো স্টাফ ও শ্রমিকের পরিচয়পত্র ও স্বাক্ষরযুক্ত সাদা কাগজ ফেরত দেয়নি।’  

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ এ ব্যাপারে কারখানার মানবসম্পদ কর্মকর্তা বাহাদুর আলম বলেন,  ‘আমরা ২৭ মার্চ থেকে কারখানা লে-অফ ঘোষণা করে নোটিশ টানিয়ে দিয়েছি। ২৮ মার্চ থেকে নিয়মানুযায়ী স্টাফ-শ্রমিকদের যতটুকু বেতন কাটার কথা তার চেয়ে অর্ধেক কেটে মার্চের বেতন পরিশোধ করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার মার্চের বেতন পরিশোধের কাজ চলছে।’ তবে তিনি স্টাফ-শ্রমিকের পরিচয়পত্র নেওয়া ও ছাঁটাইয়ের কথা অস্বীকার করেছেন।

নোটিশ টানানোর ব্যাপারে কারখানার শ্রমিক শিল্পীসহ কয়েকজন জানান, বৃহস্পতিবারও লে-অফের নোটিশ কারখানা গেটে ছিল না। শুক্রবার বেতন নিতে গিয়ে ৩০ মার্চ সই করা নোটিশ টানানো দেখতে পান তারা। এরপর তারা বিক্ষোভ শুরু করেন।

কারখানার শ্রমিক দেলোয়ার মিয়া, আরমান হোসেন, তানিয়া আক্তার ও জুয়েনা আক্তারসহ অনেকে জানান, বর্তমান পরিস্থিতিতে কারখানা বন্ধ এবং ছাঁটাই হলে এসব শ্রমিক-কর্মচারীদের চলার কোনও পথ থাকবে না। বকেয়া বেতনের টাকায় দোকানের বাকি ও বাড়ি ভাড়া দিয়েই শেষ হয়ে যাবে। এরপর আমরা কী খাবো?

কারখানার গেটে টানানো নোটিশ গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,  ‘বর্তমান পরিস্থিতিতে স্টাফ ও শ্রমিকদের ছাঁটাই না করার ব্যাপারে আমি শ্রমিকদের আশ্বস্ত করেছি। তাদের কাছ থেকে নেওয়া পরিচয়পত্র ফেরত দিয়ে স্বাক্ষর নেওয়া সাদা কাগজ ছিড়ে ফেলেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকেরা তাদের ২৬ দিনের বেতন নিয়ে চলে গেছেন।’ 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে