X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সিংগাইর পৌর নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি বেশি

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:১০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:১০

মনিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে দেখা গেছে, মোট এক হাজার ৮৪৭ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ২০০ ভোট। প্রিজাইডিং অফিসার মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, পাশের ভোটকেন্দ্র সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুর রাজ্জাক মোল্লা জানান, ভোট কেন্দ্রটিতে শুধু নারী ভোটাররা ভোট দিচ্ছেন। মোট এক হাজার ৯৫২ ভোটের মধ্যে সকাল ১০টা নাগাদ ২০৪টি ভোট পড়েছে।

প্রিজাইডিং কর্মকর্তা জানান, মেয়র পদে সবার পোলিং এজেন্ট রয়েছে।

নারী ও পুরুষ ভোটারের বিশাল লা্ইন বেলা ১১টার দিকে ৫ নম্বর গোলড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী পুরুষের বিশাল লাইন। আইনশৃঙ্খলা বাহিনীর ছিল সরব। কেন্দ্রটির দায়িত্বরত প্রিজাইডিং অফিসার বিপ্লব চাকী জানান, এই কেন্দ্রে মোট পুরুষ ভোটার এক হাজার ১৮৪ ও নারী ভোটার এক হাজার ২৮৭ জন। এর মধ্যে সাড়ে তিনশ’ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।   ৭টি বুথের মধ্যে মেয়র পদে নৌকা প্রতীকের ৭ জন ও ধানের শীষ প্রতীকের ৫ জন পোলিং এজেন্ট রয়েছে।

তবে ভোটগ্রহণে ধীরগতির কারণে সময় বেশি ও লাইনও লম্বা হচ্ছে বলে ভোটারদের অভিযোগ। কেন্দ্রটিতে দেখা গেছে, নারী ভোটারদের উপস্থিতি অপেক্ষাকৃত বেশি।

কেন্দ্রে দায়িত্বরত র‌্যাব-৪ মানিকগঞ্জ আঞ্চলিক কমান্ডার সিনিয়র এএসপি অনুমং জানান, ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের