X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পিঠা পুলি ও নকশিকাঁথা বুননের মাঝে নারী দিবসের তাৎপর্য শেখা

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ২০:২৭আপডেট : ০৮ মার্চ ২০২১, ২০:২৭

তারা সবাই একই গাঁয়ের বধূ। বয়সে মুরব্বি থেকে সম্প্রতি বিয়ে হওয়া নতুন বউ সবাই বসেছিলেন এক উঠানে। উঠান মানে গাঁয়ের সবার পরিচিত রোজিনা আপার বাড়ির অঙ্গন। সেখানেই দিনভর ছিল বাঁধভাঙা আনন্দ। পিঠা বানানোর উৎসব। ঢেকিতে কেউ চালের গুঁড়ি ভেঙেছেন তো অন্যদল ব্যস্ত ছিলেন পিঠা তৈরির পুর বানাতে; আর কিছু ভাবি আটার কাই বা লেই থেকে রুটি বানিয়ে তার মধ্যে পুর ভরে নানা নকশিঅলা ছাঁচে ফেলেছেন পিঠা। আর অভিজ্ঞরা ভেজেছেন সেই পিঠা। বউমা-ভাবি-আপা-নাতবৌ মুহূর্তেই কত মধুর সম্বোধন পরস্পরের, কত চমৎকার আয়োজন। সে পিঠা খেয়ে মুগ্ধ  হয়েছেন, তারিফ করেছেন উপস্থিত সবাই। তবে ভিড় যে পিঠা-পুলির পাশে ছিল তাও নয়, উঠানের আরেকপাশে এই  উৎসবকে আনন্দদায়ী করতে বসেছিলেন একদল সূচিশিল্পী নারী। সুঁই ও সুতোর ফোঁড়ে তারা ফুটিয়ে তোলেন অবাক করা নকশী কাঁথা। এমনই একটা দিন কেটেছে নারী দিবসের আহ্বান প্রথমবার ছড়িয়ে দিতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামে।

গ্রামের রোজিনা আক্তারের বাড়িতে শতাধিক গাঁয়ের গৃহবধূর উপস্থিতিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার (৮ মার্চ) সকালে এ আয়োজন করে বারসিক নামের একটি উন্নয়ন সংস্থা। এ আয়োজনের পাশাপাশি ছিল নারীর অধিকারের ওপর আলোচনা আর আড্ডা।

বারসিকের প্রতিনিধি সুবীর কুমার সরকারের সঞ্চালনায় নারী নেত্রী রোজিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাখেন-বানিয়াজুরী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রোকেয়া আক্তার,তরা গ্রামের রেবেকা, ঝর্না, লিপি, মিতু ইয়াছমিনসহ অনেকে।  এই উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

উৎসবে নারীদের কাছে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। আর নারীরা নিজেদের অনুভূতি তুলে ধরেন।

একজন নারী বলেন, ‘এই প্রথমবারের মতো আমাদের গ্রামে নারী দিবস পালন করা হলো। আমরা যে হাতে নকশী কাঁথা ও পিঠা তৈরি করছি আজকের দিবস উপলক্ষে সে আমাদের জন্য সম্মানের হয়ে থাকবে।’

নারী নেত্রী রোজিনা আক্তার বলেন, সমাজে বা রাষ্ট্রে নারীরা কতটুকু স্বাধীনতা ও মর্যাদা ভোগ করে তা সবাই জানেন। সমাজ বা রাষ্ট্রে নারী অর্থনৈতিক ভাবে স্বাধীন নয়, নানা সূত্রে তারা পুরুষের ওপর নির্ভরশীল। এ অবস্থা বদলাতে নারীদের সম্মিলিতভাবে সোচ্চার হতে হবে। এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক রিপন আনসারী, গবেষক কৃষক মাসুদ বিশ্বাস, প্রবীণ কৃষক বাবর আলী, নার্সারি উদ্যোক্তা এমদাদুল হক, বারসিকের প্রোগ্রাম অফিসার মাসুদুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বারসিকের প্রতিনিধি সুবীর কুমার সরকার জানান,বারসিক মানিকগঞ্জ জেলায় ২০০৬ সাল হতে নারীর ক্ষমতায়নের জন্য সামাজিক, আর্থিক সমতার জন্য কাজ করে চলছে। নারী সকল স্তরে সমানে সমান। সব কাজে তাদের অংশগ্রহণ নারী মুক্তির সোপান। তাই নারীকে তার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে অন্যের মুখাপ্রেক্ষী না থেকে তাকে সমান যোগ্যতা প্রমাণ সাপেক্ষে আদায় করে নিতে হবে।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?