X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিবাহ বহির্ভূত সম্পর্ক: যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ মার্চ ২০২১, ১৮:১৩আপডেট : ১২ মার্চ ২০২১, ১৮:১৩

সাটুরিয়ার লেবু বাগান থেকে থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম ইউনুছ আলী (৪৫)। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার পর তাকে লেবু বাগানে ফেলে রাখার হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ মার্চ) দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেফতার দুই আসামি হলেন বরিশালের কাজিরহাট উপজেলার পূর্ব রতনপুর গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে শাকিল হাওলাদার (২৩) এবং তার স্ত্রী শাহনাজ পারভীন (২০)। তারা ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার গাড়ির চালক এবং শাহনাজ পোশাককর্মী। আশুলিয়ার শ্রীপুর বলিভদ্র এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা।

সাটুরিয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৬ মার্চ) সকালে সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের হান্দুলিয়া গ্রামের একটি লেবুবাগানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে তাৎক্ষণিক লাশের পরিচয় ও হত্যার কারণ সম্পর্কে জানাতে পারেনি পুলিশ।

এ ঘটনায় ওইদিন পুলিশ বাদী হয়ে থানায় হত্যা মামলা করে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলমকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

ওসি আশরাফুল আলম জানান, ঘটনার পরদিন অজ্ঞাত পরিচয়ে নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। এরপর গত বুধবার রাতে আশুলিয়া থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শাকিল ও তার স্ত্রী শাহনাজকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা জানান, হত্যাকাণ্ডের শিকার ইউনুছ আলীর সঙ্গে শাহনাজের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি তার স্বামী শাকিল জানার পর দাম্পত্যকলহের সৃষ্টি হয়। পরে স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতা হয়। এরপরও শাহনাজকে উত্ত্যক্ত করে আসছিলেন ইউনুছ। পরে তাকে হত্যার পরিকল্পনা করেন তারা। সেই পরিকল্পনা অনুযায়ী, বেড়ানো নিয়ে যাওয়ার কথা বলে শাহনাজ তার নানার বাড়ি সাটুরিয়ার ওই গ্রামে নিয়ে যান। এরপর শনিবার রাতে হান্দুলিয়া গ্রামে লেবুবাগানে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেন ওই দম্পতি।

ওসি আশরাফুল আলম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে শাকিলের এক সহযোগীও জড়িত। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের