X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

স্ত্রীর নামে উপহারের দুটি ঘর, সাময়িক বরখাস্ত চেয়ারম্যান

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০২১, ১৯:০৮আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৯:০৮

একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) বিকাল ৫টার দিকে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই দিনই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, চেয়ারম্যান জাহিদুল ইসলামের বিরুদ্ধে পূর্ব আঠালিয়া মাস্তানের মসজিদ থেকে বাচ্চু খানের জমি পর্যন্ত রাস্তার কাজে অনিয়ম, যার জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় স্ত্রীর নামে দুটি ঘর বরাদ্দ এবং সরকারিভাবে বরাদ্দকৃত গভীর নলকূপ চাচার বাড়িতে স্থাপনের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। চেয়ারম্যান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত হওয়ায় ৩৪ (১) ধারা অনুযায়ী জাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হলো।

এ ব্যাপারে বরখাস্ত হওয়া চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ অন্যান্য কার্যক্রমের ওপর আমি পাঁচ বারের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। মাস্তানের মসজিদ থেকে বাচ্চু খানের জমি পর্যন্ত আমার প্রকল্প ছিল না। স্ত্রীর নামের ঘর বরাদ্দের অভিযোগ অসত্য। যথাযথ নিয়ম মেনে দুই চাচার বাড়িতে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। এ জন্য বরখাস্ত হয়েছি।

/এএম/
সম্পর্কিত
দায়িত্বে গাফিলতির কারণে ডুবে গিয়েছিল রজনীগন্ধা ফেরি, ১১ জন বরখাস্ত
যৌন হয়রানির অভিযোগে জবির আরেক শিক্ষক বরখাস্ত
ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি করায় এসআই বরখাস্ত
সর্বশেষ খবর
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের