X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

হাওরে হাঁসের খামার, ৩৫ লাখ টাকার হাতছানি

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
০২ সেপ্টেম্বর ২০২১, ২১:০৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২১:০৭

হাওরে হাঁসের খামারে ভাগ্য বদলেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার শান্তিপুর গ্রামের সাইফুদ্দিনের। বালিখলা হাওরের পাশে তার খামার দেখে অন্যরাও ঝুঁকছেন হাঁস পালনে। খামার থেকেই এখন সাইফুদ্দিনের বছরে আসতে পারে প্রায় ৩৫ লাখ টাকা মুনাফা।

সাইফুদ্দিনের এমন সফলতা একদিনে আসেনি। ১৫ বছর আগে ২৫টি হাঁস দিয়ে শুরু। এরপর আর থমকে যেতে হয়নি। এখন তার খামারে প্রায় আড়াই হাজার হাঁস আছে।

আগে অন্যের জমিতে কৃষিকাজ করতেন। হাওর এলাকায় বেশিরভাগ সময় পানি থাকায় দিনমজুরের কাজও করতেন। সংসার চলতো না তাতে। পরে হাওরকে পুঁজি করেই শুরু করেন নতুন যাত্রা। দিনে দিনে বড় হয়েছে তার ছোট খামার।

এখন তার খামারে প্রায় আড়াই হাজার হাঁস আছে

হাওরের পাশে থাকায় খামারের খরচও কম। জলাশয়ের প্রাকৃতিক খাবার খেয়েই বেড়ে উঠছে হাঁসগুলো।

কয়েকদিন পর প্রায় হাজার দুয়েক হাঁস ডিম দেওয়া শুরু করবে বলে জানান সাইফুদ্দিন। হাঁসের খাবার ও ওষুধ বাবদ প্রতিদিন আট হাজার টাকা খরচ হয় তার। প্রতিটি ডিম বিক্রি হয় ১০-১২ টাকায়। দিনে ডিম বিক্রি করে পাবেন প্রায় ২০ হাজার টাকা।

একটি হাঁস বছরে অন্তত ২৫০-২৬০টি ডিম দেয়। ডিম দেওয়া শেষে হাঁস বিক্রি হয় ২৫০-৩০০ টাকায়। সব খরচ বাদে বছরে ৩৫ লাখ টাকা লাভের আশা করছেন সাইফুদ্দিন।

সাইফুদ্দিনের খামারের পাশেই মাহারিয়া বিল। সেখানেই চরে বেড়ায় শত শত হাঁস। সন্ধ্যায় হাঁসগুলো আবার একসঙ্গেই খামারে ফিরে আসে।

হাওরের পাশে থাকায় খামারের খরচও কম, জলাশয়ের প্রাকৃতিক খাবার খেয়েই বেড়ে উঠছে হাঁসগুলো

সাইফুদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, ‘প্রথমে শখের বশে শুরু করলেও পরে বুঝতে পারি হাওরের পাশে হাঁসের খামার লাভজনক। এখন এলাকার অনেকে আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। আমিও যতটা পারি সহযোগিতা করছি।’

শান্তিপুর গ্রামের কৃষক আবদুর রহমান জানান, ‘অনেক সময় নিয়ে সাইফুদ্দিন তার খামার গড়ে তুলেছে। যখন সে শুরু করে তখন এলাকায় একটিও খামার ছিল না। মানুষ দু-চারটি হাঁস পালতো বাড়িতে। এখন তাকে দেখে হাওর এলাকার অনেকে খামার দিচ্ছে।’

করিমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন চন্দ্র বনিক বাংলা ট্রিবিউনকে জানান, ‘সাইফুদ্দিন করিমগঞ্জ উপজেলার অভিজ্ঞ খামারি। খামার পরিচালনা করছে বেশ ভালোভাবে। মাঝে মাঝে পরিদর্শনে যাই। নতুন কেউ খামার করতে চাইলে আমরা তাদের সাইফুদ্দিনের খামার ঘুরে আসতে বলি।’

/এফএ/
সম্পর্কিত
খামারে আগুন, পুড়ে মরলো গরু
যমুনার চরে গাড়ল পালনে সফলতা, ঝুঁকছেন অনেকে
মানসিক চাপ মুক্তির জন্য গরুকে আলিঙ্গন
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই