X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দুর্জয় বিসিবি পরিচালক হওয়ায় এলাকায় আনন্দ মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ১৫:০০আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৫:০৮

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন। এই খবরে আনন্দ মিছিল করেছে মানিকগঞ্জ জেলাবাসী।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী ভবনের সামনে এসে শেষ হয় মিছিল। এরপর মিষ্টি বিতরণ করেন তারা।

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট আহ্বায়ক গোলাম ছারোয়ার ছানু বলেন, নাঈমুর রহমান দুর্জয় বিসিবির পরিচালক হওয়ার পর থেকে মানিকগঞ্জের ক্রিকেটারদের অনেক উন্নতি হয়েছে। আগামীতে এই জেলা থেকে আরও ভালো খেলোয়াড় বের হবে।

মিছিলে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাদরুল ইসলাম বাবুল, কাজী এনায়েত হোসেন টিপুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিসিবির পরিচালনা পর্ষদ ২৫ পরিচালক নিয়ে গঠিত। দুই জন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আসার পর বাকি ২৩ পরিচালক এসেছেন তিনটি ক্যাটাগরি থেকে। সবমিলিয়ে ক্লাব ক্যাটাগরিতে ১২, জেলা ও বিভাগ ক্যাটাগরিতে ৩ এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজন নির্বাচিত হয়েছেন। সরকারের মনোনীত দুই জন ও নির্বাচিত ১৬ জনের বাইরে বাকি সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-১-এ ঢাকা বিভাগে তানভীর আহমেদ ও নাঈমুর রহমান দুর্জয়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলেও নির্বাচনের আগ মুহূর্তে তারা প্রার্থিতা স্থগিত করেন। ব্যালটে তাদের নাম থাকলেও তারা নির্বাচিত হতে পারেননি। ঢাকা বিভাগের ১৮ ভোটের মধ্যে দুর্জয় ও তানভীর ১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা