X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সাফারি পার্কে জোড়া মিললো সাম্বার হরিণের

গাজীপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ১৬:৪৩আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৬:৪৬

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুটি মাদি সাম্বার হরিণ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে মাদি সাম্বার হরিণ দুটি পার্কে অবমুক্ত করা হয়। আগে থেকে পার্কে দুটি পুরুষ সাম্বার হরিণ থাকায় এবার তাদের জোড়া মিলেছে। এতে সাম্বার হরিণের বংশ বিস্তারে সম্ভাবনা তৈরি হলো।

তবিবুর রহমান জানান, নরসিংদী জেলার জাফর আহমেদ চৌধুরী নামে এক ব্যক্তি ২০০৭ সালে মিরপুর চিড়িয়াখানা থেকে দুটি সাম্বার হরিণ কেনেন। পরে তিনি হরিণগুলোকে তার বাগানবাড়িতে পালছিলেন। কিন্তু ২০১৭ সালের বিধিমিলায় সাম্বার হরিণ পালন করার কথা উল্লেখ নেই। সাম্বার হরিণ পালনের খবর পেয়ে ঢাকার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে ওই বাগানবাড়ি থেকে সেগুলো উদ্ধার করা হয়। কোয়ারেন্টিনের পর মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মাদি সাম্বার হরিণ দুটি অবমুক্ত করা হয়েছে।

তবে আগে থেকেই সাফারি পার্কের হরিণবেষ্টনীতে দুটি পুরুষ সাম্বার হরিণ ছিল। বিপরীত লিঙ্গের কোনও সাম্বার হরিণ না থাকায় প্রজনন সম্ভাবনা ছিল না। এখন সাম্বার হরিণ প্রজননের সম্ভাবনা সৃষ্টি হলো।

সাফারি পার্কে সাম্বার হরিণ পার্কসূত্র জানায়, সাম্বার হরিণ উপমহাদেশের বৃহত্তম হরিণ, এর উচ্চতা ১৫০ সেমি। এদের শরীর থেকে গরমের সময় অধিকাংশ লোম ঝরে পড়ে। গায়ের রঙ হলুদাভ বা নীলচে আভাযুক্ত ধূসর। বয়স্ক সাম্বারের গায়ের রঙ কালো হতে থাকে। বাংলাদেশ, মিয়ানমার, ভারত, শ্রীলঙ্কা, মালয়সহ পূর্ব ফিলিপাইন পর্যন্ত সাম্বারের বিস্তৃতি। ঘন বনাঞ্চল ও ফসলি জমির কাছাকাছি পাহাড়ি এলাকায় দলবদ্ধভাবে এরা থাকতে পছন্দ করে। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের চিরহরিৎ বনাঞ্চলে এদের দেখা যায়।

এই হরিণ প্রধানত নিশাচর এবং সূর্যের আলো আসার আগেই বনের ভেতর চলে যায়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বের হয়। নভেম্বর ও ডিসেম্বরের দিকে এদের প্রজনন ঘটে এবং গর্ভধারণকাল প্রায় আট মাস। এরা একবার প্রজননে একটিমাত্র শাবকের জন্ম দেয় তবে হঠাৎ দুটিও জন্মে।

/এমএএ/
সম্পর্কিত
আগুনে পুড়ে মারা গেলো কৃষকের ৪ মহিষ
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
মানুষের মমতায় আবার আকাশে উড়বে আহত ঈগল
সর্বশেষ খবর
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
দুর্গাসাগরে ডুবে পুণ্যস্নানে আসা কলেজছাত্রের মৃত্যু
দুর্গাসাগরে ডুবে পুণ্যস্নানে আসা কলেজছাত্রের মৃত্যু
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
আবহাওয়ার খবর: ঢাকাসহ ৪ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির আভাস
আবহাওয়ার খবর: ঢাকাসহ ৪ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০