X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চলেনি বাস-ট্রাক, বাড়তি ভাড়ায় গন্তব্যে নরসিংদীর যাত্রীরা 

নরসিংদী প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২১, ১৪:৪০আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৪:৪০

পণ্য ও যাত্রীবাহী পরিবহনের চলমান ধর্মঘটে বিপাকে পড়েছেন নরসিংদীর সাধারণ মানুষ। ধর্মঘটের দ্বিতীয় দিন শনিবার (৬ নভেম্বর) জেলার বিভিন্ন টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক-ট্যাংক লরি চলাচল করেনি। এতে করে চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের। অনেকে বিকল্প যানবাহনে বাধ্য পৌঁছেছেন গন্তব্যে। তবে এর জন্য গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া।

সকালে নরসিংদীর সাহেপ্রতাপ তর্জনী চত্বরে দেখা গেছে বিভিন্ন শ্রমিক সংগঠনের জমায়েত। সেখানে তারা স্বল্প পরিসরে চলাচলকারী পিকআপভ্যানের গতিরোধ করে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। বিভিন্ন যান চলাচলেও বাধার সৃষ্টি করে।

যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকায় বিভিন্ন প্রয়োজনে বের হওয়া যাত্রীদের বিপাকে পড়তে হয়। অনেকেই দুই-তিন গুণ ভাড়া বেশি দিয়ে অটোরিকশা ও পিকআপভ্যানে পৌঁছেছেন নিজ নিজ গন্তব্যে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। 

তবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক-ট্যাংলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা এবং নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর জনিয়েছেন, তারা বাধ্য হয়ে যান চলাচল বন্ধ রেখেছেন। সরকার কোনও রকম আলোচনা ছাড়া এবং ভাড়ার সমন্বয় না করে জ্বালানি তেলের দাম বাড়িয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করেছে। এ অবস্থায় তারা বাধ্য হয়ে কর্মসূচির ডাক দিয়েছেন। 

চলেনি বাস-ট্রাক, বাড়তি ভাড়ায় গন্তব্যে নরসিংদীর যাত্রীরা  পরিবহন মালিক-শ্রমিকের জীবন-জীবিকার কথা মাথায় রেখে যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘবে সরকার তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 

অন্যথায় শ্রমিক সংগঠনগুলোর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলবে বলে জানান তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ট্রাক-ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম তাবিজ, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক গুরুদাস ঢালীসহ বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনের নেতাকর্মীরা।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা