X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সহকর্মীকে মেরে বরখাস্ত পাউবোর প্রকৌশলী

রাজবাড়ী প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ১৪:১৯আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪:২৪

অধীনস্ত কর্মকর্তার সঙ্গে অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) পানি উন্নয়ন বোর্ডের উপ-সচিব (প্রশাসন) সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।

আদেশ বলা হয়েছে, আব্দুল আহাদকে সাময়িকভাবে বরখাস্ত করে পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দফতরে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলীকে রাজবাড়ী পাউবোর নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।’

জানা গেছে, গত ২৩ নভেম্বর বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি পাউবোর মৃগী পওর শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. রনিকে নিজ অফিস কক্ষে ডেকে মারধর করেন আব্দুল আহাদ। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। উপ-সহকারী প্রকৌশলী রনি ওই দিনই পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর আব্দুল আহাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এরপর আব্দুল আহাদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে আব্দুল আহাদ জানান, ‘রাজবাড়ীতে এই মৌসুমে অনেক নদী ভাঙন হয়েছে। বিষয়গুলো নিয়ে আমি অনেক চাপে রয়েছি। সারাদিন কাজ করি। আমার অধীনস্তদের কোনও কাজ দিলে সময়মতো করে না। তাদের আমি একটা জায়গায় পাঠিয়েছিলাম, কিন্তু তারা সেখানে যায়নি। তাদেরকে বারবার বলেছি, কিন্তু তারা আমার নির্দেশ শোনেনি। দেখেন আমিও তো মানুষ, আমারও ধৈর্য্যের সীমা আছে। আমি রাগকে নিয়ন্ত্রণ করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমি অন্যায় করেছি। তবে তারা যে কাজগুলো করেছে, সেটা ঠিক না। তারা সিসিটিভি ফুটেজের আগে-পরের দৃশ্যগুলো কেটে ধস্তাধস্তির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেছে। আমি এখন পরিস্থিতির স্বীকার হয়ে গেছি। আমার ভাগ্যে ছিল এমন, তাই হয়ছে।’

/এসএইচ/
সম্পর্কিত
বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ৪ পুলিশকে বরখাস্ত
ছাত্রকে গুলির ঘটনায় সেই শিক্ষক সাময়িক বরখাস্ত
‘হিজাব না পরায়’ ছাত্রীদের চুল কেটে দেওয়ার অভিযোগে শিক্ষিকা বরখাস্ত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা