X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

তরুণ প্রার্থীর কাছে সাবেক দুই চেয়ারম্যানের পরাজয়

শরীয়তপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১০:৪৬আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১০:৪৬

শরীয়তপুর গোসাইরহাট নাগেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক দুই চেয়ারম্যানকে পরাজিত করে জয়লাভ করেছেন তরুণ প্রার্থী মো. মোজাম্মেল হক খান। তিনি আনারস প্রতীক নিয়ে এক হাজার ৩৩ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান হয়েছেন।

রবিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মোজাম্মেল হক খান পেয়েছেন ৫ হাজার ৪২১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান চশমা প্রতীকে চার হাজার হাজার ৩৮৮ ভোট পেয়েছেন।

পরাজিত আরেক প্রার্থী সাবেক চেয়ারম্যান ও তার শিক্ষক এনায়েত করিম মিলু মাস্টারকে দ্বিগুন ভোটে পরাজিত করেন এই তরুণ। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১২ ভোট। এনায়েত করিম মিলু নাগেরপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাস্টার বিল্লাল হোসেন হাত পাখা নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৫৮ ভোট।

এদিকে নাগেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। ভোটের প্রচার চলাকালে নানা অপ্রীতিকর ঘটনার কারণে এই নির্বাচনের দিকে নজর ছিল সবার। তবে একটি কেন্দ্রে সামন্য অপ্রীতিকর পরিস্থিতি ঘটেছিল। তাৎক্ষণিক সেখানে আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছিল প্রশাসন।

নাগেরপাড়া ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোজাম্মেল হক খান বলেন, ‘জনগণ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, এই ঋণ আমি কোনও দিন শোধ করতে পারবো না। তবে পাশ করেও আমার আনন্দ নেই। পরাজিত প্রার্থীর লোকজন আমার দলের কর্মীদের মারধর করছে।’

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল হোসাইন বলেন, ‘কোনও অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ আমরা সবাই আন্তরিকভাবে সচেষ্ট ছিলাম।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!