X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রোল-রেজিস্ট্রেশন নম্বর লেখার পর শিক্ষার্থীরা জানলো পরীক্ষা স্থগিত

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ১৫:৫৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৫:৫৬

টাঙ্গাইলের ভূঞাপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির বোর্ড সমাপনীর গণিত-১ বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল সোমবার (৬ ডিসেম্বর)। যথারীতি কেন্দ্রে উপস্থিত হয় শিক্ষার্থীরা। কিন্তু উত্তরপত্রে রোল-রেজিস্ট্রেশন নম্বর লেখার পর তা জানতে পারে, পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

আজ সকালে এই ঘটনা ঘটে ভূঞাপুর উপজেলার নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় ও অলোয়া মনিরুজ্জামান বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে।

জানা গেছে, উপজেলার নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ও অলোয়া মনিরুজ্জামান বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে শিক্ষার্থীরা উপস্থিত হয়। নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের মাঝে উত্তরপত্র বিতরণ করেন শিক্ষকরা। পরে খাতায় রোল ও রেজিস্ট্রেশন নম্বর লেখার পর ৯টা ৫৫ মিনিটে জানতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে কক্ষের দায়িত্বে থাকা শিক্ষকরা পরীক্ষার্থীদের কাছ থেকে পূরণ করা উত্তরপত্র নিয়ে নেন। 

এ সময় পরীক্ষার পরবর্তী সময়সূচি জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয় শিক্ষার্থীদের। অলোয়া বিএম কলেজ কেন্দ্রে ২৯৬ জন ও নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।

শিক্ষার্থীরা জানায়, বৃষ্টিতে ভিজে পরীক্ষার হলে এসেছিলাম। ঘূর্ণিঝড়ের কারণে আগেই যদি পরীক্ষা স্থগিত করা হতো, তাহলে এই ভোগান্তিতে পড়তে হতো না। পরীক্ষার পরবর্তী তারিখ আমাদের জানানো হয়নি।  

নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব শামছুল আলম বলেন, ‘যথাসময়ে শিক্ষার্থীদের কাছে উত্তরপত্র বিতরণ করা হয়েছিল। পরে শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলে। হঠাৎ জানতে পারি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে তা উত্তোলন করে নেওয়া হয়। তবে প্রশ্নপত্র খোলা হয়নি।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মেসেজ আসে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে কেন্দ্রে মেসেজ পৌঁছে দেওয়া হয়। কিন্তু তা পরীক্ষা কক্ষে পৌঁছার আগেই শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলে।

/এসএইচ/
সম্পর্কিত
এসএসসি পরীক্ষা রেখে ‘প্রেমিকের হাত ধরে পালালো’ কিশোরী
নতুন মূল্যায়ন পদ্ধতিবাজবে না ঘণ্টা, থাকবে না ৩ ঘণ্টার পরীক্ষায় বসার চাপ
পরীক্ষাকক্ষে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে