X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

দৌলতদিয়ায় ফেরি পারের অপেক্ষায় কয়েকশ’ যান

রাজবাড়ী সংবাদদাতা
১১ জানুয়ারি ২০২২, ১৫:৩২আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৭:১২

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি স্বল্পতার কারণে যানবাহনের চাপ বেড়েছে। এতে ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো একই জায়গায় আটকে আছে ১৫-২০ ঘণ্টা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার যানবাহনের সারি। এরমধ্যে অর্ধশতাধিক যাত্রীবাহী বাস। এদিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর পর্যন্ত ফেরি পারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। ফেরিঘাটের যানজট নিরসনে এই মহাসড়কে গাড়ি আটকে দিচ্ছে পুলিশ।

গোয়ালন্দ মোড়ে আটকে পড়া ট্রাকচালক সুমন শেখ বলেন, ঘন কুয়াশায় ভোগান্তির পর দুই দিন ফেরিঘাট ভালো ছিল। আবারও ভোগান্তি শুরু হয়েছে। প্রায় ১০ ঘণ্টার মতো গোয়ালন্দ মোড়ে আটকে রয়েছি।

এক যাত্রী শারমিন আক্তার বলেন, দেড় ঘণ্টা একই জায়গায় আটকে রয়েছি। আরও দুই ঘণ্টার মতো লাগবে ফেরিঘাটে পৌঁছাতে।

রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর তারক চন্দ্র পাল বলেন, দুদিন ধরে আবারও সমস্যা সৃষ্টি হয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে। তবে বাসযাত্রীদের বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, ঘাট প্রান্তে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় একটু ভোগান্তি সৃষ্টি হয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। বিকালে একটি ফেরি যুক্ত হবে। তখন হয়তো ভোগান্তি কমে যাবে। রাতে ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় ভোগান্তি সৃষ্টি হয়।

/আরকে/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা