X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শ্রীপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ০১:১৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০১:১৬

গাজীপুরের শ্রীপুরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন শেখ (২৫) কাওরাইদের বেলদিয়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে ও কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী। অভিযুক্ত খায়রুল ইসলাম কাওরাইদ গ্রামের বাসিন্দা ও যুবলীগের সমর্থক।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের ভাষ্যমতে, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে খায়রুল ইসলামের ছেলে অনুভব মীর (১৪) কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলতে যায়। সেখানে পাশের বেলদিয়া গ্রামের এক ছেলের সঙ্গে অনুভবের ঝগড়াঝাটি হয়। পরে ওই ছেলে তার প্রতিবেশী বেলদিয়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে ছাত্রলীগ কর্মী নয়ন শেখের কাছে অনুভবের বিরুদ্ধে অভিযোগ করে। পরে নয়ন শেখ অনুভবকে বাড়ি থেকে কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করে ছেড়ে দেয়। খবর পেয়ে অনুভবের বাবা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে নয়ন শেখের কাছে তার ছেলেকে মারধরের কারণ জানতে চায়। এ নিয়ে অনুভবের বাবা খায়রুল ইসলাম এবং নয়ন শেখের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে নয়ন শেখ খায়রুল ইসলামকে চেয়ার দিয়ে মাথায় আঘাত করে আহত করে। এ সময় খায়রুল ইসলামের লোকজন নয়ন শেখকে ধাওয়া করলে সে আওয়ামী লীগ কার্যালয়ের পেছন দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে ধরে বেদম মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই নয়ন শেখ প্রাণ হারায়।

নিহতের বড় ভাই রতন শেখ সাংবাদিকদের জানান, পরিকল্পিতভাবে খায়রুল ইসলাম তার ভাই নয়ন শেখকে লোকজন নিয়ে হামলা চালিয়ে হত্যা করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য ঘটনাস্থলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ সংক্রান্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা