X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

একটি রাস্তার জন্য ৬০ বছরের অপেক্ষা

রাজবাড়ী সংবাদদাতা
১৮ জানুয়ারি ২০২২, ০৯:২৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৯:২৮

জনগণের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তার নির্মাণ কাজ শুরু করেছেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী। বহু কাঙ্ক্ষিত রাস্তাটি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২ নম্বর বেপারি পাড়া হতে ওমর আলী মোল্লা পাড়া পর্যন্ত এলাকাকে যুক্ত করবে।

রবিবার বিকালে দুই এলাকার মধ্যবর্তী স্থানে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী কাজের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। 

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল জানান, এখানে ৩০ ফুট চওড়া একটি সরকারি গলি রয়েছে। গোয়ালন্দের এসিল্যান্ড ইতোমধ্যে গলিটি মেপে চিহ্নিত করে দিয়েছেন। সে অনুযায়ী রাস্তার কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে মাটির তৈরি এ রাস্তাটির দৈর্ঘ্য হবে প্রায় দুই কিলোমিটার, উচ্চতা আট ফুট ও প্রস্থ হবে  ১৮ ফুট । এ প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হবে।

তিনি আরও জানান, রাস্তাটি এ অঞ্চলবাসীর বিগত ৬০ বছরের স্বপ্ন ছিল। কিন্তু বহুবার উদ্যোগ নিয়েও রাস্তাটি বাস্তবায়ন করা যায়নি। আজকে এ স্বপ্ন পূরণ হতে চলেছে। এতে করে এ অঞ্চলের মানুষ খুবই খুশি। রাস্তাটির নির্মাণ সম্পন্ন হলে দৌলতদিয়ার বেপারিপাড়া ও দেবগ্রাম ইউনিয়নের সঙ্গে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ ও দৌলতদিয়া ঘাটের যোগাযোগ সহজ হবে। 

গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীর উদ্যোগটি অত্যন্ত মহতি। কাজ শেষ হলে আমরা রাস্তাটি মেপে সরকারিভাবে বিল দেওয়ার ব্যবস্থা নেবো।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, আমি নিজে উপস্থিত থেকে দুই কিলোমিটারের বেশি গলিটির সীমানা নির্ধারণ করে দিয়েছি। উপজেলা চেয়ারম্যান সেখানে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন।

গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, দেশের সব উন্নয়নের কৃতিত্বের দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার। আমি তার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার এলাকায় সেই উন্নয়ন কাজকে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট