X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

প্যানেল মেয়রের বিরুদ্ধে অভিযোগ নেওয়ায় ‘থানা ঘেরাও’

মুন্সীগঞ্জ প্রতিনিধি 
১৯ জানুয়ারি ২০২২, ১৭:২২আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৬:৩৩

মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, প্যানেল মেয়র ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগরের বিরুদ্ধে অভিযোগ নেওয়ায় থানা ঘেরাওয়ের অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় উপস্থিত হন পৌর মেয়র মো. ফয়সাল বিপ্লবসহ স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। তবে মেয়রের দাবি, নেতাকর্মীদের নিয় থানায় নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন।

এ সময় থানার সামনে স্লোগান দিয়ে কাউন্সিলর সাজ্জাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানাতে দেখা যায়। 

ক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, পুলিশ কর্মকর্তারা স্থানীয় সংসদ সদস্যের কথা শুনে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ নিয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। 

থানায় হাজির হয় স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী

থানায় উপস্থিত হওয়ার কিছুক্ষণ পর মেয়র ফয়সাল বিপ্লবকে নেতাকর্মীদের বের হওয়ার নির্দেশ দিতে দেখা যায়।

ফয়সাল বিপ্লব সাংবাদিকদের বলেন, ‘আমি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করতে থানায় গিয়েছিলাম।’

তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথমে ‘শুভেচ্ছা বিনিময়ের দাবি করলেও পরে স্বীকার করে বলেন, পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে কাউকে হয়রানি না করার অনুরোধ জানাতে মেয়র থানায় এসেছিলেন। তিনি জনপ্রতিনিধি, তাই যখন থানায় আসেন সঙ্গে নেতাকর্মীরা চলে আসেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার পাঁচঘরিয়া কান্দি এলাকায় শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান বাবুর ওপর প্যানেল মেয়র সাজ্জাত হোসেন লোকজন নিয়ে হামলা করেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি  অভিযোগ করে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক