X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে আবারও আগুন, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি  

গাজীপুর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২২, ১৫:১০আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৫:১০

গাজীপুরের শ্রীপুরের বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ জানুয়ারী) দিবাগত রাত আড়ইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে স্কুলের তিনটি কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী তারেক এসব তথ্য জানিয়েছেন।

আব্দুল বারী তারেক বলেন, শনিবার মধ্যরাতে বিদ্যালয়ের উত্তর-পূর্ব পাশের টিনশেড ভবনের তিনটি কক্ষে আগুন লাগে। রাতেই বিদ্যালয়ের নিরাপত্তাপ্রহরী রিপন ফোন করে আগুন লাগার কথা জানান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করি। মাওনা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা রাত সোয়া ৩টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি শ্রেণিকক্ষের চেয়ার-টেবিল, বেঞ্চ, সিলিং ফ্যান, সিসি ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইফতেখার রায়হান বলেন, বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে আগুন লাগার খবর পেয়ে রাত সোয়া ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি কক্ষের সবগুলো আসবাবপত্র পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ জানা যায়ানি।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর দুপুরে ওই বিদ্যালয়ের পূর্ব পাশের তিনটি কক্ষে আগুন লেগে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনার ৪০ দিন পর রাতের আঁধারে আবারও বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষক ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা ধারণা করছেন, দুর্বৃত্তরা নাশকতা সৃষ্টির জন্য বারবার বিদ্যালয়ে আগুন দিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা করছে।

 

/এএম/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!