X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যবিধি অমান্য করে এক হাজার মানুষের ভূরিভোজের আয়োজন

ফরিদপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২২, ২১:৪২আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ২২:০২

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অমান্য করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শরীফ হারুন অর রশিদ ভূরিভোজের আয়োজন করেছেন। সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে এই ধরনের আয়োজনে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত ইউনিয়নের প্রায় এক হাজার মানুষ ভূরিভোজে অংশ নেন।

জানা গেছে, গত ২৬ ডিসেম্বর পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। চশমা প্রতীক নিয়ে বানা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন শরীফ হারুন অর রশিদ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) নবনির্বাচিত চেয়ারম্যানদের জেলা প্রশাসকের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথের দিনেই নিজ গ্রামে এলাকাবাসীকে জড়ো করে দুপুরে ভূরিভোজ করান ইউপি চেয়ারম্যান।

এ বিষয়ে বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারের নির্দেশ সবাইকে মানতে হবে। দেশে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলছে। যে কারণে সরকারের পক্ষ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন সময়ে নবনির্বাচিত চেয়ারম্যান কী করে এমন আয়োজন করেছেন তা চিন্তার বিষয়। তিনি জনগণের ভালো চান না এটা নিশ্চিত।

ভূরিভোজে অংশ নেয় হাজারের বেশি মানুষ

শরীফ হারুন অর রশিদ বলেন, ছোটখাটো একটা দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছিল। সামাজিক দূরত্ব বজায় রেখেই খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়।

ভূরিভোজে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, প্রায় এক হাজার মানুষকে খাওয়ানো হয়েছে। এ সময় ইউপি চেয়ারম্যান নিজে দাড়িয়ে থেকে তদারকি করেন।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক বলেন, বিষয়টা জানা ছিল না। কেউ আমাকে জানায়নি। এমন আয়োজনের কথা জানলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হতো। তাকে সতর্ক করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা