X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
বিভাগীয় পর্যায়ের সমাবেশ

ব্যর্থতা স্বীকার করে সরকারকে পদত্যাগের আহ্বান বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৬আপডেট : ০১ মার্চ ২০২২, ১০:৩৩

চাল, ডাল ও তেলসহ নিত্যপণ্যের দাম কমাতে না পারার ব্যর্থতার জন্য সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দলের সিনিয়র নেতারা দেশের বিভাগীয় শহরগুলোতে আয়োজিত সমাবেশে ক্ষমতাসীন সরকারকে সরিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

এদিন চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, কুমিল্লা ও ময়মনসিংহে সমাবেশ করে বিএনপি। এসব কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্যরাসহ সিনিয়র কয়েকজন নেতা অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব

ময়মনসিংহে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে খুব পরিষ্কারভাবে বলছি, এখনও সময় আছে। চাল-ডাল-তেলের দাম কমাও, গ্যাস-বিদ্যুতের দাম কমাও। জনগণের যে আশা-আকাঙ্ক্ষা তার ওপর শ্রদ্ধা রেখে পদত্যাগ করো, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দাও।’

সরকারের ব্যাপক দুর্নীতি, বিরোধী দলের ওপর দমন-নির্যাতন-গুম-খুন-মামলা-গ্রেফতারের চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘অবশ্যই এসবের জন্য জনগণের কাঠগড়ায় আওয়ামী লীগকে দাঁড়াতে হবে।’

সিলেটে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র একসঙ্গে যায় না। বিএনপির সঙ্গে সবসময় গণতন্ত্র আছে। জিয়াউর রহমান গণতন্ত্র দিয়েছেন, বেগম খালেদা জিয়াও দেশকে গণতন্ত্র দিয়েছেন।’

সিলেটের সমাবেশে বক্তব্য রাখছেন ড. খন্দকার মোশাররফ হোসেন

ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে এই সরকারকে হটাতে বলে মন্তব্য করেন তিনি। মোশাররফ হোসেন বলেন, ‘এই সরকারকে হটাতে না পারলে জিনিসপত্রের দাম কমবে না। বেগম জিয়াকে মুক্ত করতে পারবো না, তারেক রহমানকে দেশে ফেরাতে পারবো না।’

খুলনা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জিনিসপত্রের দাম বাড়ে আর সরকারের মন্ত্রীরা বলে কিছু করার নেই। আসলেও কিছু করার নেই। কারণ তারা তো ভোটে নির্বাচিত না। সে কারণে তারা জিনিসপত্রের দাম কমাতে সক্ষম না। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এদেশের মানুষ কোনও দিনও ভোটের অধিকার পাবে না।’

‘নতুন স্লোগান দিতে হবে’ বলে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, ‘ছাত্রদল, যুবদল এসব স্লোগান দেওয়ার দরকার নেই। নতুন স্লোগান দিতে হবে। ভোটচোরদের নিয়ে স্লোগান দিতে হবে। আমরা ভোটের মাঠে আছি, চোরের মাঠে নেই। ভোটের মাঠে আমরা থাকবো, চোরের মাঠে থাকবো না। চোর ধরতে হবে। ভোটচোরদের দেখলে স্লোগান দিতে হবে ভোট চোর, ভোট চোর।’

খুলনার সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী

কুমিল্লায় সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রশ্ন রেখে বলেছেন, ‘শুধু একটা আইডি কার্ড ছাড়া এদেশের মানুষের কী আছে? আওয়ামী লীগ ভোটের পর এবার ভাতের অধিকারও কেড়ে নিয়েছে। এখন দেশে নীরব দুর্ভিক্ষ চলছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষকে শোষণ করে লুটপাট করছে। সে কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। তাদের চুরির দায় জনগণের ওপর চাপানো হয়েছে। বিএনপি সবসময় সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে। জিয়াউর রহমান, বেগম জিয়া সবসময় মানুষের পাশে থেকেছেন। আজকে আবার বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। আমরা জনগণের অধিকার ফিরিয়ে দেবো।’

ফরিদপুর মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘সরকার দমন-পীড়ন ছাড়া কিছু করতে পারে না। ভোটের পদ্ধতি তারা পরিবর্তন করে ফেলেছে। যে কারণে দিনের ভোট রাতে হয়ে গেছে।’

ফরিদপুরে সমাবেশে বক্তব্য দিচ্ছেন আব্দুল্লাহ আল নোমান, পাশে শামা ওবায়েদ

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের সংগ্রাম, অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম কেবল বিএনপির একক নয়, এটা জাতীয় সংগ্রাম। জাতীয় সংগ্রামে আজ ঐক্যবদ্ধ হয়েছে সবাই। পরিস্থিতি এখন অসহনীয়। দেশের পরিস্থিতি অকার্যকর অবস্থার মধ্যে যাচ্ছে। গণতন্ত্রের ধারাকে অক্ষুণ্ন রাখতে হবে। না হলে দেশের ধ্বংস অনিবার্য।’ ফরিদপুর মহানগর কমিটির সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

নারায়ণগঞ্জে দলের সমাবেশে অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমাদের আত্ম-সমালোচনা করা উচিত। কেন মানুষ রাজপথে নামে না। জনগণের মনে বিশ্বাস জন্মাতে হবে। আমাদের সময় গুম ছিল না, খুন ছিল না। আমাদের সময় কানাডায় বেগম পাড়া হয়নি।’

চট্টগ্রামের সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গাজীপুরে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রংপুরে ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বক্তব্য রাখেন।

দলীয় সূত্র জানায়, সোমবার অনুষ্ঠিত বিএনপির সমাবেশগুলোতে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি।

এসটিএস/এএম/
সম্পর্কিত
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
বাংলাদেশের জনগণ কারও প্রভুত্ব স্বীকার করে না: মির্জা ফখরুল
মুক্তিযোদ্ধা সমাবেশে মির্জা ফখরুলপুলিশের হুইসেল-সাউন্ড গ্রেনেড শুনে পালাবে না, সেই সাহস নিয়ে দাঁড়াতে হবে
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি